বাংলা নিউজ > ঘরে বাইরে > India-Bangladesh Border Updates: সীমান্তে কাঁটাতার জট কাটবে? বাংলাদেশি উপদেষ্টার সঙ্গে বৈঠকে জয়শংকর

India-Bangladesh Border Updates: সীমান্তে কাঁটাতার জট কাটবে? বাংলাদেশি উপদেষ্টার সঙ্গে বৈঠকে জয়শংকর

সীমান্তে কাঁটাতার জট কাটবে? বাংলাদেশি উপদেষ্টার সঙ্গে বৈঠকে জয়শংকর (HT_PRINT)

১৯৭৫ সালের ২ ডিসেম্বর বিএসএফ ও বিজিবির (তৎকালীন বাংলাদেশ রাইফেলস) DG-দের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৩ সালে নয়াদিল্লি ও ঢাকায় বিএসএফ এবং বিজিবির শীর্ষ কর্তাদের দ্বিবার্ষিক সভা করার সিদ্ধান্ত হয়েছিল। এই আবহে বিজিবির এবং বিএসএফ প্রধানদের বৈঠক হওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসেই।

আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির প্রধানদের বৈঠক হতে চলেছে। সাম্প্রতিক সময়কালে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের বিভিন্ন জায়গায় যে উত্তেজনা ছড়িয়েছে, তার সমাধানসূত্র সেই সম্মেলনে বেরিয়ে আসবে বলে আশা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং বাংলদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। উল্লেখ্য, ওমানের রাজধানী মাসকটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দুই দেশের নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানেই বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকের বিষয়টি উত্থাপিত হয়েছিল বলে জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। (আরও পড়ুন: 'প্রক্রিয়া শুরু হয়েছে', যৌথ অর্থনীতি গড়ে তুলতে ভারতের হাত ধরার বড় বার্তা ইউনুস)

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২ ডিসেম্বর বিএসএফ ও বিজিবির (তৎকালীন বাংলাদেশ রাইফেলস) মহাপরিচালকদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৩ সালে নয়াদিল্লি ও ঢাকায় বিএসএফ এবং বিজিবির শীর্ষ কর্তাদের দ্বিবার্ষিক সভা করার সিদ্ধান্ত হয়েছিল। এই আবহে বিজিবির এবং বিএসএফ প্রধানদের বৈঠক হওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসেই। তবে সেই বৈঠক সময়মতো হয়নি। তবে ফেব্রুয়ারিতেই সেই বৈঠক হতে পারে বলে জানা গিয়েছিল। উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। এই আবহে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি মালদার সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ছড়িয়েছিল। গত ১৮ জানুয়ারি মালদায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছিল বিএসএফ। সুকদেবপুরবাসীদের অভিযোগ, ইউনুস জমানাতেই বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে এসে লুটপাট চালাতে শুরু করেছে। তেহট্ট এলাকাতেও কৃষিজমিতে লুটপাটের অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। অপরদিকে উত্তর দিনাজপুরে অনপ্রেশের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এদিকে উত্তরে জলপাইগুড়িতেও সীমান্তে মতবিরোধ দেখা দিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। সীমান্ত নিয়ে নদিয়াতেও উত্তেজনা ছড়িয়েছিল।

অপরদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর অংশে ৫ কিলোমিটার এলাকায় নাকি বিজিবি নিজেদের 'দখল প্রতিষ্ঠা' করেছিল সম্প্রতি। এই ৫ কিলোমিটার জমি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে দেখা দেয় মতপার্থক্য। উল্লেখ্য, এই কোদালিয়া নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে মহেশপুর উপজেলার শ্যামকুড় দিয়ে। এরপর কিছু দূর বয়ে তা মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে আবার ভারতের রানাঘাটে প্রবেশ করে। এখানেই প্রায় ৫ কিলোমিটার এলাকা নিয়ে 'মতপার্থক্য'। উল্লেখ্য, পূর্ব পাকিস্তান আমলে ১৯৬১ সালের মানচিত্রের বরাত দিয়ে বিজিবি দাবি করে, ওই ৫ কিলোমিটার এলাকা তাদের। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৫ সালে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী এই পাঁচ কিলোমিটার এলাকা ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত।

উল্লেখ্য, বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাতে আপত্তি জানাচ্ছে বিজিবি। এদিকে অনুপ্রবেশকারী বা পাচারকারীদের গুলি করলে তাতেও আপত্তি ওপারের শাসক গোষ্ঠীর। এহেন পরিস্থিতিতে বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তে মতানৈক্য দেখা গিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। এই আবহে মালদা সহ একধিক জায়গায় ভারতীয় ভূখণ্ডের কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ। এর জেরে সীমান্তের বহু জায়গায় ছড়িয়েছে উত্তেজনা। এই ইস্যুতে বাংলাদেশের দাবি, ১৯৭৫ সালে যে আন্তর্জাতিক সীমান্ত চুকি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তা অনুযায়ী, সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ ভিতরে 'প্রতিরক্ষা কাঠামো' তৈরি করা যাবে। এদিকে ২০১০ সালে অবশ্য বাংলাদেশ ভারতকে লিখিত আকারে অনুমতি দিয়েছিল যে সীমান্তে ১৫০ গজের ভিতরেও প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে পারবে ভারত। এই কথা নিজে স্বীকার করেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। এখন বাংলাদেশের গদিতে 'মুখ' পরিবর্তনের পরে তাদের অভ্যন্তরীণ সমীকরণ যাই হয়ে থাকুক না কেন, আগের সরকারের স্বাক্ষরিত দ্বিপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি মানতে বাধ্য তারা।

পরবর্তী খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? রইল ২৮ মার্চ ২০২৫ রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ২৮ মার্চ ২০২৫ রাশিফল রইল ‘সিপিএমের উচ্চিংড়েদের মুখে জুতো মারলেন মমতা’, অক্সফোর্ডের ঘটনায় তোপ দেবাংশু অক্সফোর্ডে মমতার ভাষণের মধ্যেই ‘অভয়া’ বলে চিৎকার, ছবি দিয়ে বলেন ‘নাটক করবেন না’ ‘মিথ্যা বলছি না’! অক্সফোর্ডে মমতার ভাষণের মাঝে ধেয়ে এল প্রশ্ন! কী ঘটল? SRH-এর সর্বনাশে RCB-র পৌষমাস, দাপুটে জয়ে ৭ থেকে একলাফে দুইয়ে LSG- পয়েন্ট তালিকা LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার ‘এখনও নিজেদের সেরা খেলা খেলিনি’! SRHকে হারিয়ে হুঙ্কার LSG অধিনায়কের… জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রুদ্ধশ্বাস গুলিযুদ্ধ! নিহত ২ জঙ্গি, শহিদ ৩ পুলিশকর্মী LSGকে জিতিয়ে ম্যাচের সেরা হয়ে পিচের সমালোচনায় শার্দুল! বাতিল ঘোড়ার তোপ BCCIকে?

IPL 2025 News in Bangla

LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.