বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদী–ইউনুস সাক্ষাৎ হতে চলেছে নভেম্বর মাসে, বিমস্টেক শীর্ষ সম্মেলনে পৃথক বৈঠক!‌

মোদী–ইউনুস সাক্ষাৎ হতে চলেছে নভেম্বর মাসে, বিমস্টেক শীর্ষ সম্মেলনে পৃথক বৈঠক!‌

মহম্মদ ইউনুস-নরেন্দ্র মোদী

এই বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকবে থাইল্যান্ড। বাংলাদেশ এখানে বিশেষ দায়িত্ব নেবে। এখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে স্থান পাবে সামুদ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রসার, অর্থনৈতিক চুক্তির বিষয় নিয়ে। কারিগরি বিষয়ও বড় জায়গা পাবে। নিউইয়র্কে মহম্মদ ইউনুসের সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়।

বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে। যার প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনুস। এখন বাংলাদেশে সংস্কার করার পথে হাঁটছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন তিনিই বাংলাদেশের আইনশৃঙ্খলা থেকে সরকার সবই চালাচ্ছেন। তবে শান্তি পুরোপুরি এখনও আসেনি। বরং হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। এই অভিযোগ কানে এসেছে ভারত সরকারের। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমন আবহে এবার নরেন্দ্র মোদী এবং মহম্মদ ইউনুসের দেখা হতে চলেছে।

কোথায় দেখা হবে দুই রাষ্ট্রনেতার?‌ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এই শীর্ষ সম্মেলন ব্যাংককে হবে। তবে দু’‌পক্ষের দেখা হওয়ার তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে গতকাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে মোদী–ইউনুস সাক্ষাতের।

আরও পড়ুন:‌ ‘‌আমি রাজনীতি ছেড়ে দেব’‌, মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৃষ্ণ কল্যাণী

এই বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকবে থাইল্যান্ড। বাংলাদেশ এখানে বিশেষ দায়িত্ব নেবে। এখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে স্থান পাবে সামুদ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রসার, অর্থনৈতিক চুক্তির বিষয় নিয়ে। কারিগরি বিষয়ও বড় জায়গা পাবে। নিউইয়র্কে মহম্মদ ইউনুসের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ড. ইউনুসের সাক্ষাৎ আগে হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইঙ্গিত দিয়েছেন যে, আগামী মাসে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় দু’‌পক্ষের বৈঠকের সম্ভাবনা থাকতে পারে। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড—এই সাতটি দেশ থাকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে। বিমস্টেক একমাত্র সংগঠন যেটা দক্ষিণ এশিয়ার পাঁচটি এবং দক্ষিণ–পূর্ব এশিয়ার দুটি দেশকে একত্রিত করেছে। তবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা এবং পৃথক বৈঠক হলে বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখন বিষয়টি কোন দিকে যায় সেটাই দেখার।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সিবিআই চার্জশিটে লম্বা সাক্ষীর তালিকা, ১২৮ জনের মধ্যে পুলিশ–চিকিৎসক আরও অনেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিন, দলের কর্মীদের নির্দেশ সুকান্তর, রাখঢাক উধাও! দশেরা উপলক্ষ্যে জেহ আলি খান সহ স্কুলের শিশুদের সঙ্গে ডান্ডিয়া খেললেন নীতা জলে গেল ইরফান-ইউসুফের ঝোড়ো ইনিংস, লেজেন্ডস লিগের ফাইনালে কেদারের সুপারস্টার্স 'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.