বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে। যার প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনুস। এখন বাংলাদেশে সংস্কার করার পথে হাঁটছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন তিনিই বাংলাদেশের আইনশৃঙ্খলা থেকে সরকার সবই চালাচ্ছেন। তবে শান্তি পুরোপুরি এখনও আসেনি। বরং হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। এই অভিযোগ কানে এসেছে ভারত সরকারের। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমন আবহে এবার নরেন্দ্র মোদী এবং মহম্মদ ইউনুসের দেখা হতে চলেছে।
কোথায় দেখা হবে দুই রাষ্ট্রনেতার? আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এই শীর্ষ সম্মেলন ব্যাংককে হবে। তবে দু’পক্ষের দেখা হওয়ার তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে গতকাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে মোদী–ইউনুস সাক্ষাতের।
আরও পড়ুন: ‘আমি রাজনীতি ছেড়ে দেব’, মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৃষ্ণ কল্যাণী
এই বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকবে থাইল্যান্ড। বাংলাদেশ এখানে বিশেষ দায়িত্ব নেবে। এখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে স্থান পাবে সামুদ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রসার, অর্থনৈতিক চুক্তির বিষয় নিয়ে। কারিগরি বিষয়ও বড় জায়গা পাবে। নিউইয়র্কে মহম্মদ ইউনুসের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ড. ইউনুসের সাক্ষাৎ আগে হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইঙ্গিত দিয়েছেন যে, আগামী মাসে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় দু’পক্ষের বৈঠকের সম্ভাবনা থাকতে পারে। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড—এই সাতটি দেশ থাকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে। বিমস্টেক একমাত্র সংগঠন যেটা দক্ষিণ এশিয়ার পাঁচটি এবং দক্ষিণ–পূর্ব এশিয়ার দুটি দেশকে একত্রিত করেছে। তবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা এবং পৃথক বৈঠক হলে বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখন বিষয়টি কোন দিকে যায় সেটাই দেখার।