বাংলা নিউজ > ঘরে বাইরে > ৫৫ বছর পর চালু হলদিবাড়ি-চিলাহাটি রেল, বাংলাদেশের সঙ্গে ৭ চুক্তি 'প্রকৃত বন্ধু' ভারতের

৫৫ বছর পর চালু হলদিবাড়ি-চিলাহাটি রেল, বাংলাদেশের সঙ্গে ৭ চুক্তি 'প্রকৃত বন্ধু' ভারতের

ভার্চুয়াল সম্মেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি সৌজন্য এএনআই)

কী কারণে ১৭ ডিসেম্বর তাঁর পরিবারের কাছে অত্যন্ত বিশেষ দিন, সে কথাও জানান হাসিনা।

চিনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোর দিল ভারত। সেই ক্রমবর্ধমান সম্পর্কের প্রতীক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে সাতটি চুক্তি স্বাক্ষর করল ভারত এবং বাংলাদেশ। একইসঙ্গে হলদিবাড়ি-চিলাহাটি রেল রুটেরও উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়াল সম্মেলনের শুরুতে বাংলাদেশকে ‘প্রতিবেশী প্রথম’ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন মোদী। হাসিনা জানান, অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্তরে আরও ক্ষমতাশালী হয়ে উঠবে দু'দেশ। সেই প্রক্রিয়ায় হলদিবাড়ি-চিলাহাটি রেল রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভমিকা পালন করবে বলেও জানান হাসিনা। সেই রেলপথ দিয়ে একটা সময় শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মধ্যে যোগ তৈরি হয়েছিল। ওই লাইন ধরেই চলাচল করত দার্জিলিং মেল। কিন্তু ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর সেই লাইন বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ৫৫ বছরের প্রতীক্ষার পর আবারও রুট চালু করা হয়েছে। যা ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী বার্তা বহন করবে বলে কূটনৈতিক মহলের দাবি। তবে করোনাভাইরাসের কারণে জাঁকজমকপূর্ণভাবে সেই অনুষ্ঠান হয়নি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই রেল রুটের উদ্বোধন করেন মোদী ও হাসিনা। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং অসমের যোগাযোগ আরও উন্নত হবে। 

এছাড়াও হাইড্রোকার্বন, কৃষি, বস্ত্রশিল্প-সহ একাধিক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তঃসীমান্ত হাতি চলাচল, বাংলাদেশের বরিশালে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য যন্ত্রপাতির জোগান এবং একটি সিইও ফোরাম তৈরির শর্তাবলী নিয়েও চুক্তি করেছে দু'দেশ। ভার্চুয়াল বৈঠক থেকে মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু মুজিবর রহমানের উপর একটি ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন মোদী এবং হাসিনা। যা দুই জননেতার জীবন তুলে ধরবে। বঙ্গবন্ধুর সম্মানে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়।

একইসঙ্গে কী কারণে ১৭ ডিসেম্বর তাঁর পরিবারের কাছে অত্যন্ত বিশেষ দিন, সে কথাও জানান হাসিনা। তিনি জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। পরদিন পাকিস্তান সেনার হাতে বন্দি হাসিনার মা, বোন এবং ভাইকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনার মেজর অশোক তারা। মুক্তিযুদ্ধে শহিদ ৩০ লাখ বাংলাদেশি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের শ্রদ্ধা জানান। ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

ঘরে বাইরে খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.