শুরুতেই হোঁচট খেল ইন্ডিয়া জোট। ভোপালে জোটের প্রথম জনসমাবেশের ঘোষণা করেও বাতিল করে দেওয়া হল। শনিবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা কমলনাথ জানিয়েছেন, আপাতত ভোপালের জনসমাবেশ বাতিল করা হচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, পরে কবে, কোথায় এই সমাবেশ হবে তা ইন্ডিয়া জোটের শরিকরা ঠিক করবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে এই সমাবেশ হওয়ার কথা ছিল। এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে বসেছিল জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে এই সমাবেশ করার কথা সিদ্ধান্ত হয়।
জোটের পক্ষে কংগ্রেস নেতারা এই ঘোষণা করতেই কটাক্ষ করতে শুরু করেছে এনডিএ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, 'সনাতন ধর্মকে যারা অপমান করেছে, তাদের জনসমাবেশ তো বাতিল হবেই।' তিনি আরও বলেন,'মধ্যপ্রদেশের মানুষ সনাতন ধর্মের এই অপমান মেনে নেবে না। আমাদের বিশ্বাসে ওরা আঘাত করেছে। এই আঘাত সহ্য করা হবে না। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে সমাবেশ বাতিল করে বাধ্য হয়েছে ওরা।'
তবে এর মধ্যে আবার কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিবরাজ। তিনি বলেন, 'গ্র্যান্ড ওল্ড পার্টিতে গন্ডোগোল চলছে। পোস্টারের কার ছবি থাকবে, কার থাকবে তা নিয়ে ওদের মধ্যে অশান্তি শুরু হয়ে গিয়েছে। আর ওরা যখন এসবে ব্যস্ত তখন বিজেপি তার প্রচারের গতি আরও বাড়িয়েছে।'
(পড়তে পারেন। বাকেয়া চাইতে জনপ্রতিনিধিদের নিয়ে গিরিরাজের দরবারে যাবেন মমতা, চাইলেন সময়)
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে 'জন আক্রোশ যাত্রা' কর্মসূচি নিয়েছে কংগ্রেস। আগামী ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন থেকে শুরু হবে। সেই কর্মসূচি নিয়ে সাংবদিক বলেছিলেন কমল নাথ ও সরজেওয়ালা।
১৫দিনের এই যাত্রায় মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভায় ১১,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই পদযাত্রা। এই পদযাত্রা নেতৃত্বে থাকবেন রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা এবং বিরোধী দলনেতা ডঃ গোবিন্দ সিং।
রাজ্যে ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবে? তা জানতে চাওয়া হলে রণদীপ সুরজেওয়া কমলনাথে দিকে আঙুল দেখিয়ে দেন। যদিও কমলনাথ ভোটে লড়বেন কিনা তা নিয়ে কংগ্রেস ওয়াকিং কমিটি এ নিয়ে কোনও সিদ্ধান্ত করেনি।