এনডিএ জোটের বৈঠকে দুই ‘এন’ যোগ দেওয়ায় ইন্ডিয়া জোটের সরকার গঠনের আশায় কার্যত জল পড়ে গিয়েছে। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সেই অবস্থানকে সামনে রেখেই দিল্লিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেছেন ইন্ডিয়া জোটের নেতারা আছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা না নিজে গেলেও অভিষেককে সেই বৈঠকে পাঠিয়েছেন। সেই বৈঠকের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
এখনই সরকার গঠনের দাবি জানাবেন না, ইঙ্গিত খাড়গের
রাত ৯ টা ১২ মিনিট: ইন্ডিয়া জোটের বৈঠকের পরে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। বিজেপি সরকারের দ্বারা শাসিত না হওয়ার যে ইচ্ছাপ্রকাশ করেছেন মানুষ, সেটা নিয়ে আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপ করব। এটা আমাদের সিদ্ধান্ত। আমরা যা যা প্রতিজ্ঞা করব, সেগুলি পূর্ণ করব।'
‘BJP-র সংখ্যাগরিষ্ঠতা নেই, সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে ইন্ডিয়া জোট’
রাত ৯ টা: ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সাধারণ সম্পাদক পিকে কুনহালকুট্টি বলেন, ‘ওদের (বিজেপি) পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা নেই। সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে ইন্ডিয়া জোট।’
ইন্ডিয়ার বৈঠক ছেড়ে বেরোলন জয়রাম
রাত ৮ টা ৫ মিনিট: ইন্ডিয়া জোটের বৈঠকের পরে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন ছেড়ে বেরিয়ে গেলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তবে কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু ভিকট্রি সাইন দেখিয়েছেন।
প্রিয়াঙ্কার পাশে অভিষেক
সন্ধ্যা ৭ টা ২০ মিনিট: দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে 'মধ্যমণি' হয়ে থাকলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। রাহুল ঠিক খাড়গের উলটো দিকে বসেছেন। রাহুলের পাশে বসেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ ছাড়া যে নেতা কঠিন লড়াইয়ে সরাসরি বিজেপিকে হারিয়েছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা দূরে আছেন। রাহুলের পরে আছেন আরও দু'জন। তারপর আছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর পাশে আছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
নৈতিক হারের পাশাপাশি রাজনৈতিক মোদীর, বললেন খাড়গে
সন্ধ্যা ৭ টা ১৮ মিনিট: ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন, 'আমরা ভালো লড়াই করেছি। আমরা জোটবদ্ধ হয়ে লড়াই করেছি। দৃঢ়তার সঙ্গে লড়াই করেছি। আমাদের সংবিধানের প্রস্তাবনায় থাকা বিভিন্ন মৌলিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকা প্রতিটি দলকে স্বাগত জানাচ্ছে ইন্ডিয়া জোট।'
সেইসঙ্গে তিনি বলেন, ‘জনমত স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তাঁর কাজের স্টাইলের বিরুদ্ধে, তাঁর রাজনীতির বিরুদ্ধে। স্পষ্ট নৈতিক হারের পাশাপাশি এটা মোদীর জন্য বড় রাজনৈতিক হার। কিন্তু তিনি জনগণের ইচ্ছাকে নস্যাৎ করতে বদ্ধপরিকর।’