কানাডায় ভারতীয় কনস্যুলার ক্যাম্পগুলিকে নিরাপত্তা প্রদান করছে না জাস্টিন ট্রুডোর সরকার। রাজ্যসভায় এই কথাই জানাল ভারত সরকার। এদিকে কানাডার সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত সরকারের তরফ থেকে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, 'পারস্পরিক উদ্বেগের প্রতি সম্মান দেখানো এবং একে অপরের দেশের সার্বভৌমত্ব স্বীকার করার মাধ্যমেই স্থিতিশীল সম্পর্ক গড়ে উঠতে পারে দুই দেশের মধ্যে।' মন্ত্রী বলেন, 'ভারত বারবার কানাডা সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে ভারত বিরোধী কট্টরপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ করে এবং তাদের দেশের মাটি থেকে এই ব্যক্তিদের কার্যকলাপ যাতে বন্ধ হয়। আমাদের দেশের নেতাদের মৃত্যুকে গৌরবের সঙ্গে সেখানে প্রচার করা হয়। সেটা বন্ধের জন্যে আমরা আবেদন করেছি। এছাড়াও আমাদের বর্তমান নেতা এবং কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে। মন্দিরে হামলা হচ্ছে। তথাকথিত রেফারেন্ডামের মাধ্যমে ভারতকে ভঙার চক্রান্ত চলছে। এই সব বন্ধের আবেদন জানানো হয়েছিল।' (আরও পড়ুন: জেলে ভরেই খান্ত হল না বাংলাদেশ, চিন্ময় প্রভুর বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা)
আরও পড়ুন: বাংলাদেশে তাদের বিরুদ্ধে ওঠে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, মুখ খুলল সেই সেনা
এরপর বিদেশ প্রতিমন্ত্রী বলেন, 'ভারতের কূটনীতিবিদদের এবং হাইকমিশনগুলিকে কানাডা সরকার নিরাপত্তা দিচ্ছে। তবে সাম্প্রতিককলে তারা জানিয়েছে, আমাদের বিভিন্ন কনস্যুলার ক্যাম্পগুলিকে তারা হিংসাত্মক হামলার হাত থেকে রক্ষা কররতে পারবে না। এই আবহে আমাদের আধিকারিকরা সেখানে কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারছেন না। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূতদের সাহায্যে সেখানে সেই ব ক্যাম্পের মাধ্যমে অনেক কানাডিয়ান নাগরিককে সাহায্য করা হত, প্রবীণ নাগরিকদের লাইফ সার্টিফিকেট প্রদান করা হত, সেই সব এখন বন্ধ আছে।'
উল্লেখ্য, বিগত দিনে ব্র্যাম্পটনে কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত করার আবহে সেখানে খলিস্তানিদের হামলা হয়েছিল। এছাড়াও বিগদ দিনে একাধিক ক্ষেত্রে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে সেই দেশে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারতীয় নেতাদের প্রাণনাশের হুমকি দিয়েছে সেদেশের খলিস্থানিপন্থীরা। এদিকে কানাডা পুলিশ হাত তুলে নেওয়ার জেরে পূর্বপরিকল্পিত বেশ কয়েকটি কনস্যুলার ক্যাম্প বাতিল করতে হয়েছিল ভারতীয় হাইকমিশনকে। তবে এত কিছুর পরও ট্রুডো সরকারের টনক নড়েনি।
এদিকে এখন কানাডায় কতজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত বাস করে? মন্ত্রী জানান, বর্তমানে কানাডায় প্রায় ১৮ লাখ ইন্দো-কানাডিয়ানের বাস। যা তাদের মোট জনসংখ্যার প্রায় ৪.৭ শতাংশ। এছাড়াও সেখানে আরও প্রায় ১০ লাখ অনাবাসী ভারতীয় থাকেন। তাদের মধ্যে থেকে ৪ লাখ ২৭ হাজার জনের মতো হলেন ভারতীয় পড়ুয়া। এদিকে কানাডার সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ বার্ষিক (২০২৩) ৯.৪ বিলিয়ন ডলার। এর মধ্যে কানাডায় ভারত ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে এবং কানাডা থেকে ৩.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে ভারতে বিনিয়োগ করা দেশের তালিকায় কানাডা ১৭তম স্থানে আছে।