বাংলা নিউজ > ঘরে বাইরে > সংঘাতের আবহেও কমছে উত্তেজনা, বুধবার ফের বৈঠকে ভারত-চিন সেনার

সংঘাতের আবহেও কমছে উত্তেজনা, বুধবার ফের বৈঠকে ভারত-চিন সেনার

উত্তেজনা কিছু কমল সীমান্তে (ছবিটি প্রতীকী, সৌজন্য এপি)

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তিনটি পয়েন্ট থেকে সেনা সরিয়ে নিয়চিন। বাহিনী পিছিয়েছে ভারতও।

সংঘাতের আবহ বজায় থাকলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখে উত্তেজনা খানিকটা কমল। দু'জন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, তিনটি জায়গা থেকে নিজেদের সেনাবাহিনীকে সরিয়ে নিয়েছে চিন। একইভাবে সেই এলাকাগুলি থেকে নিজেদের বাহিনীকে পিছিয়ে এনেছে ভারত।

নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, গালওয়ান উপত্যকার প্যাট্রলিং পয়েন্ট ১৫ ও হট স্প্রিং অঞ্চল বরাবর ‘সীমিত সামরিক অব্যাহতি’ হয়েছে। নিজেদের সাঁজোয়া গাড়ি ও বাহিনীকে ওই এলাকাগুলি থেকে দু'তিন কিলোমিটার পিছিয়ে নিয়ে গিয়েছে বেজিং। দ্বিতীয় আধিকারিক বলেন, ‘এটা আগের অবস্থায় ফিরে যাওয়ার পথে একটি ধাপ (গত এপ্রিলের শুরুতে যেমন ছিল)। ওই এলাকাগুলির সামনের দিকের অংশ থেকে ভারতীয় জওয়ানদেরও সরিয়ে আনা হয়েছে।’

গত সোমবার ‘হিন্দুস্তান টাইমস’ প্রথম জানায়, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার একেবারে কাছে চুসুল-মলডো এলাকায় লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সাত ঘণ্টা বৈঠকের পর তিনটি এলাকায় উত্তেজনা কিছুটা কমেছে। সেই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৪ কর্পের লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চিনের তরফে ছিলেন মেজর জেনারেল লিউ লিন। যিনি দক্ষিণ জিনজিয়াং সামরিক এলাকার কম্যান্ডার।

নাম গোপন রাখার শর্তে তৃতীয় এক সেনা আধিকারিক জানান, যেখানে থেকে এবার যাবতীয় উত্তেজনা-দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই প্যাংগং সো লেকেও উত্তাপ কমছে। তবে ‘এখানে প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগবে’ বলে জানিয়েছেন ওই সেনা আধিকারিক।

উত্তেজনা আরও কমিয়ে আনতে আগামিদিনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের মধ্যে একাধিক বৈঠকের পরিকল্পনা হয়েছে। তার মধ্যে আজ, বুধবার গালওয়ান এলাকার ১৪ প্যাট্রলিং পয়েন্টে একটি মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হতে চলেছে। গত ৫-৬ মে হাতাহাতির মধ্যে দিয়ে পূর্ব লাদাখ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রশমনে এটি মেজর জেনারেল পর্যায়ের চতুর্থ বৈঠক হতে চলেছে। দ্বিতীয় আধিকারিক বলেন, ‘সীমান্ত সমস্যা সমাধানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন এলাকায় কর্নেল এবং ব্রিগেডিয়াররাও চিন সেনার সঙ্গে একাধিক বৈঠক করবেন। কৌশলগত ক্ষেত্রে হটলাইন নম্বরও চালু আছে।’

বিশেষজ্ঞদের মতে, সীমান্ত বরাবর তিনটি সংঘাতের জায়গা বা হটস্পট থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়া অত্যন্ত ইতিবাচক বিষয়। নর্দান আর্মির প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা (অবসরপ্রাপ্ত) বলেন, ‘তিনটি এলাকায় উত্তেজনা হ্রাস পাওয়া ভালো লক্ষণ, যেখানে প্রকৃত নিয়ন্ত্রণরেখার লাইন নিয়ে বিতর্ক নেই। আমরা এখন উত্তর প্রান্তে প্যাংগং সো'তে সমস্যার সমাধান করতে পারব।’ 

গত মাসের শুরুতে সীমান্তের তিনটি এলাকায় দ্বন্দ্ব তৈরি হয়েছিল। যে এলাকাগুলি ভারতীয় সেনার প্য়াট্রলিং পয়েন্ট ১৪, ১৫ এবং ১৭ হিসেবে চিহ্নিত। ১৪ নম্বর পয়েন্টে কারাকোরাম পাসের দক্ষিণে শেষ ভারতীয় সামরিক পোস্টে দৌলত বাগ ওল্ডিতে বাহিনী পাঠানোর জন্য একটি ছোটো নদীর উপর ভারত যে ৬০ মিটার দীর্ঘ ব্রিজ তৈরি করেছিল, তা নিয়ে আপত্তি জানিয়েছিল বেজিং। নাম পোগন রাখার শর্তে এক সরকারি আধিকারিক জানান, ১৪ নম্বর পয়েন্ট থেকে সরে গিয়েছে চিনা সেনা। 

পনেরো নম্বর পয়েন্টে দু'দেশের সেনা কার্যত মুখোমুখি সংঘাতে অবতীর্ণ হয়েছিল। দু'পক্ষই তাঁবু খাটিয়ে সেখানে ছিল। ওই সরকারি আধিকারিক বলেন, ‘এখানে দু'পক্ষই নিজেদের উপস্থিতি কম করছে।' অন্যদিকে, ১৭ নম্বর পয়েন্টে সমরাস্ত্র ও সেনা নিয়ে দু'দেশের সেনা মুখোমুখি ছিল। ওই আধিকারিক জানান, সেখানে আপাতত সাঁজোয়া গাড়ি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাহিনীও সরে যাবে। এমনকী প্যাংগং সো লেকেও ১৫ টি নৌকা এবং ১২৪ টি গাড়ি সরিয়ে নিয়েছে বেজিং।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক দ্বিতীয় বার গরম করেন নাকি এই খাবারগুলি? খুব ভুল কাজ করেন চোখে জল, চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা, তারপর? দেশে ফিরেই সরকারকে এক হাত নিলেন ভারতের পতাকা ওড়ানো পাকিস্তানি খেলোয়াড় কেন্দ্রীয় মন্ত্রীর কথপোকথনের অডিও গেহলটই দিয়েছিলেন তাঁর সহায়ককে! দাবি লোকেশের ৩০ তারিখ আরও ৫৯ হাজার জনের চাকরি যাবে, বিস্ফোরক দাবি BJP বিধায়ক অমরনাথ শাখার সজোরে ট্রাকে ধাক্কা গাড়ির, কাক ভোরে তেলেঙ্গানায় গতির বলি একই পরিবারের ৬ ‘সব মানুষকে খুশি করা কঠিন’, প্রধানমন্ত্রী 'মুসলিম কোটা' মন্তব্যে কুর্নিশ লারার

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.