বাংলা নিউজ > ঘরে বাইরে > Battle of Garibpur: মুক্তিযুদ্ধের আগেই, আজকের দিনে, গরিবপুরে ভারতের বীর যোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হয়েছিল পাক সেনা!

Battle of Garibpur: মুক্তিযুদ্ধের আগেই, আজকের দিনে, গরিবপুরে ভারতের বীর যোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হয়েছিল পাক সেনা!

ইতিহাসের পাতা থেকে - ভারতের সেই বীর সন্তানরা! (ফাইল ছবি)

লেফটেন্যান্ট কর্নেল (পরবর্তীতে ব্রিগেডিয়ার) আর কে সিংকে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। বীর চক্র পান ক্যাপ্টেন জি এস গিল। যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল হন। সম্মানিত করা হয় অন্য বীর যোদ্ধাদেরও।

আধুনিক সময়ে এশিয়ার ইতিহাসে যে ক'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘটনা ঘটেছে, তার মধ্যে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ নিঃসন্দেহে অন্যতম।

সেই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধে প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার। ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের বীর যোদ্ধাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। যার জেরে শেষমেশ প্রবলভাবে পরাজিত হতে হয় পশ্চিম পাকিস্তানকে (বর্তমান পাকিস্তান)।

অন্যদিকে, পশ্চিমের শাসক তথা শোষকদের গ্রাস থেকে মুক্তি লাভ করে গঠিত হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। যা ভারত-সহ সমগ্র ভারতীয় উপমহাদেশের জন্য একা যুগান্তকারী ঘটনা।

১৯৭১ সালের এই যুদ্ধের ঠিক আগেই ঘটেছিল গরিবপুরের সংঘর্ষ। যা সুপরিচিত 'ব্যাটেল অফ গরিবপুর' নামে। আসলে গরিবপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের দখল কার হাতে থাকবে, তা নিয়েই ভারত ও পাকিস্তানের মধ্যে বেঁধেছিল সংঘর্ষ। বর্তমানে সেই গরিবপুর গ্রামের অবস্থান বাংলাদেশে।

১৯৭১ সালের ২০ নভেম্বর। তখনও পাকিস্তান প্রশাসনের অধীনস্ত এই গরিবপুর গ্রাম। ভারতীয় সেনাবাহিনীর পঞ্জাব রেজিমেন্টের ১৪তম ব্যাটেলিয়নের সদস্যরা ১৪টি পিটি-৭৬ ট্যাঙ্ক গরিবপুরের দিকে এগোতে শুরু করেন। উদ্দেশ্য ছিল, গরিবপুর ও তার আশপাশের এলাকা থেকে পাকিস্তানের অধিকার হটিয়ে নিজেদের সেখানে মোতায়েন করা।

এর কয়েক দিন পর, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায়।

গরিবপুরের সংঘর্ষ এবং ভারতের যুদ্ধক্ষেত্র:

রাজাকরদের লাগাতার অত্যাচারে তখন পূর্ব পাকিস্তানের আমজনতা বিধ্বস্ত। কিন্তু, তারা হার স্বীকার করতে নারাজ। বাঙালি জাতীয়তাবাদ পাথেয় করে তারা ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে। সেই যুদ্ধে তাদের প্রত্যক্ষ সহযোগী ও বন্ধু হয়েছিল পড়শি ভারত।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে সেই সময় গঠিত হয় মুক্তিবাহিনী। প্রাথমিকভাবে সেই বাহিনীকে সহজেই দমন করে পাক সেনা। এরপরই ভারতের সাহায্য চান মুক্তিযোদ্ধারা। ফলত, ভারতীয় সেনাবাহিনী সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

গরিবপুর ছিল দুই পক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ, এখান থেকে পূর্ব পাকিস্তানে অবস্থিত যশোরের দূরত্ব ছিল খুবই কম।

ভারতীয় সেনাবাহিনী স্থির করে, ২১ নভেম্বর গরিবপুর দখল করা হবে। ওই দিন যুদ্ধের ময়দানে নেমেই পাক বাহিনীকে কার্যত গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানের হাতে মার্কিন ট্যাঙ্ক থাকলেও, তাতে তাদের শেষমেশ কোনও লাভ হয়নি।

ওই সংঘর্ষে ভারতের মাত্র দু'টি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং একাত্তরের মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই পাক সেনার তিনটি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছিল ভারতীয় বায়ু সেনা।

ভারত ও পাকিস্তানের বায়ুসেনার মধ্যে এই লড়াই ইতিহাসের পাতায় আজও গৌরবের সঙ্গে অবস্থান করছে। যার পোশাকি নাম - 'বয়রার যুদ্ধ' বা 'ব্যাটল অফ বয়রা'। এরপর ২২ নভেম্বর বেআইনিভাবে ভারতের আকাশে ঢুকে পড়ায় আর চারটি পাক যুদ্ধ বিমানকে যোগ্য জবাব দেয় ভারতীয় বায়ু সেনা।

গরিবপুরের যুদ্ধ বা সংঘর্ষে ভারত খুঁজে পেয়েছিল তার নতুন নায়কদের। এই যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতীয় সেনার পঞ্জাব রেজিমেন্ট।

লেফটেন্যান্ট কর্নেল (পরবর্তীতে ব্রিগেডিয়ার) আর কে সিংকে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। বীর চক্র পান ক্যাপ্টেন জি এস গিল। যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল হন। সম্মানিত করা হয় অন্য বীর যোদ্ধাদেরও।

 

 

 

পরবর্তী খবর

Latest News

প্রতিযোগিতাই টিকতেই হবে! ব্লিঙ্কিটে আরও ৫০০ কোটির বিনিয়োগ জোম্য়াটোর শীতের রাত! পুরুলিয়ার জঙ্গলে ঘুরছে বাঘ, ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ছবি Champions Trophy: মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার আসল কারণ জানালেন রোহিত শর্মা ভুতু,পটলদের পর এবার সাহানার হাত ধরে আসছে ‘দুগ্গামণি’, কোন চ্যানেলে? কে এই খুদে ‘অর্ধেক সব সময় ভালো..’ ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর পর কেন বললেন অভিষেক? ৬ মাসে ২৫ কেজি মেদ গলেছে! কোন কোন খাবার ছেড়েছিলেন এই মহিলা নতুন তারা!সেমির হাফ-সেঞ্চুরির পরে বিজয় হাজারের ফাইনালে দাপুটে শতরান রবিচন্দ্রনের সইফের আক্রমণকারীর ছবিতে ছয়লাপ মুম্বই শহর! পোস্টার টাঙিয়ে কী লিখল পুলিশ? সন্ত্রাসের ক্যান্সার এখন পাকিস্তানকেই গিলে খাচ্ছে, তোপ জয়শঙ্করের টক্সিক রিলেশন থেকে মুক্তি পেতে জরুরি আপনার এই পদক্ষেপ

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.