'রিজিওনাল কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি অ্যাগেনস্ট শিপস ইন এশিয়া' বা ReCAAP-এর এক্সিকিউটিভ ডিরেক্টর নির্বাচিত হলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর কে নটরাজন। চিনকে হারিয়ে এই পদ পেল ভারত। এই সংগঠনের সদর দফতর সিঙ্গাপোরে অবস্থিত।
এই জয়ের পর কে নটরাজনকে শুভেচ্ছাবার্তা পাঠান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটে তিনি লেখেন, 'ReCAAP-এর এক্সিকিউটিভ ডিরেক্টর নির্বাচিত হওয়ায় কোস্ট গার্ডের ডিজিকে শুভেচ্ছা। এটা সমুদ্র সুরক্ষায় আমাদের অবদানের যথাযথ স্বীকৃতি।'
'রিজিওনাল কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি অ্যাগেনস্ট শিপস ইন এশিয়া'র মোট ২১ সদস্যের মধ্যে ১৪ সদস্যের সমর্থন পায় ভারত। প্রতিবেশী মিয়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ ভারতের পক্ষে ভোট দেয়। এদিকে থাইল্যান্ড চিনকে ভোট দেয়। এছাড়া কোয়াডভুক্ত জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া ভারতের পক্ষে ভোট দেয়। তাছাড়া ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ভারতের পক্ষে ভোট দেয়।
প্রাথমিক ভাবে ২০০৬ সালে ১৪টি এশিয়ান দেশ নিয়ে গঠিত হয়েছিল 'রিজিওনাল কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি অ্যাগেনস্ট শিপস ইন এশিয়া' পরবর্তীতে অস্ট্রেলিয়া, আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের অন্তর্ভুক্তির ফলে সদস্য সংখ্যা বেড়ে ২১ হয়।