শ্রীলঙ্কায় ক্রমেই জল্পনা ছড়াচ্ছে যে ভারতের মদতেই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে এবং তাঁর ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বসিল রাজাপক্ষে দেশ ছেড়েছেন। তবে ভারত এই সব রটনাকে সম্পূর্ণ রূপে খারিজ করে দিয়েছে। এই নিয়ে শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনের তরফে একটি টুইট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘ভারত সর্বদা শ্রীলঙ্কার মানুষের পাশে আছে।’
টুইট বার্তায় ভারতের তরফে বলা হয়, ‘গোতাবায়া রাজাপক্ষে এবং বসিল রাজাপক্ষেকে দেশ ছাড়তে ভারত মদত করেছে বলে যে জল্পনামূলক মিডিয়া রিপোর্ট প্রকাশ হয়েছে তা খারিজ করছি আমরা। আমরা আবার মনে করাতে চাই যে আমরা শ্রীলঙ্কার মানুষদের সমর্থ করি। তাঁরা গণতান্ত্রিক ভাবে নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। গণতান্ত্রিক উপায়ে এবং সাংবিধানিক গঠনতন্ত্রের মাধ্যমে তাঁরা নিজেদের দেশকে সাজাতে চান।’
এদিকে আজ বার্তা সংস্থা এএফপির রিপোর্টে দাবি করা হয়, বুধবার শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে গিয়ে পৌঁছেছেন গোতাবায়া রাজাপক্ষে। রাষ্ট্রপতি পদ থেকে আজই পদত্যাগ করতে পারেন গোতাবায়া। পদত্যাগের আগেই দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিলেন গোতাবায়া। উল্লেখ্য, এর আগে বিক্ষোভকারীরা তাঁর সরকারি বাসভবনে ঢুকে পড়েছিলেন। সেই সময় বাসভবন ছেড়ে পালিয়েছিলেন তিনি। তখন থেকেই গোতাবায়ার দেশত্যাগের জল্পনা তৈরি হয়েছিল।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া গ্রেফতারি থেকে রক্ষাকবচ পান। এই আবহে পদত্যাগ করার আগে দেশ ছাড়তে চেয়েছিলেন গোতাবায়া। জানা গিয়েছে অ্যান্টভ-৩২ সামরিক বিমানে করে দেশ ছাড়েন গোতাবায়া। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং গোতাবায়ার দেহরক্ষী। এর আগে সামরিক বিমানে করে ভারতে অবতরণের অনুমোদন পাননি গোতাবায়া। এই আবহে পরে তিনি মালদ্বীপে পৌঁছান বুধবার সকালে। মালদ্বীপে অবতরণের পর গোতাবায়াকে পুলিশ এসকর্টে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।