নীরজ চৌহান
হাফিজ তালহা সৈয়দ, লস্কর ই-তৈবার প্রধান হাফিজ মহম্মদ সৈয়দের ছেলে। তাকে ইউএপিএ অ্যাক্টে জঙ্গি হিসাবে আখ্যা দিল ভারত সরকার।স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নোটিফিকেশনে এই কথা উল্লেখ করা হয়েছে। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি আদতে পাকিস্তানের লাহোরের বাসিন্দা। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই-তৈবার নেতা। মুম্বই হামলার পেছনেও কলকাঠি নেড়েছিল এই জঙ্গি।
মূলত জঙ্গি সংগঠনে নতুন নিয়োগ করা, ফান্ড কালেকশন করা, ভারতের আক্রমণের ছক কষা কাজ বলতে এসবই করে রাতদিন। পাকিস্তানের বিভিন্ন লস্কর জঙ্গিদের ডেরাতেও নিয়মিত ঘুরে বেড়ায় এই হাফিজ তালহা।এর সঙ্গে ভারত বিরোধী নানা বক্তব্য পেশ করে জঙ্গিদের মোটিভেট করাতে একেবারে সিদ্ধাহস্ত। শুধু ভারত নয়, ইজরায়েল, আমেরিকা, ভারতের বন্ধু দেশে নাশকতা চালানোর জন্য নানা পরিকল্পনা করে এই জঙ্গি নেতা।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার মনে করছে হাফিজ তালহা সৈয়দ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাকে ইউএপিএ অ্যাক্টে জঙ্গি হিসাবে গণ্য করা দরকার। আর এই তালহা হচ্ছে ৩২তম জঙ্গি যাকে ভারত নির্দিষ্ট তালিকাভুক্ত করল। তার বাবা হাফিজ মহম্মদ সৈয়দ, মৌলানা মাসুদ আজাহার, দাউদ ইব্রাহিম সহ অনেকেই এই তালিকায় রয়েছে।