বাংলা নিউজ > ঘরে বাইরে > Travel Restriction Eases: চিন সমেত ৬ দেশ থেকে আগত বিমান যাত্রীদের জন্য করোনা বিধি শিথিল ভারতে, একনজরে কিছু তথ্য

Travel Restriction Eases: চিন সমেত ৬ দেশ থেকে আগত বিমান যাত্রীদের জন্য করোনা বিধি শিথিল ভারতে, একনজরে কিছু তথ্য

৬ দেশ থেকে আগত বিমান যাত্রীদের বিধি শিথিল করল ভারত (AP Photo/Matt York) (AP)

বিশ্বের ৬ টি দেশ থেকে আগত যাত্রীদের জন্য লাগু হয় করোনা বিধি। সেই বিধি এবার সামান্য লাঘব করা হল। ভারতের তরফে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য। বিশেষত চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের জন্য ওই কঠোর বিধি লাগু হয়।

ডিসেম্বরের শেষের দিকে চিন সমেত বিশ্বের একাধিক দেশে করোনার প্রকোপের জেরে বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার হয়। সেই সময়ই ভারতে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করে দিল্লি। বিশ্বের ৬ টি দেশ থেকে আগত যাত্রীদের জন্য লাগু হয় করোনা বিধি। সেই বিধি এবার সামান্য লাঘব করা হল। ভারতের তরফে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য। বিশেষত চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের জন্য ওই কঠোর বিধি লাগু হয়। আর তা এবার শিথিল করা হল। দেখে নেওয়া যাক নয়া বিধি নিয়ে কী বলা হয়েছে।

 

1

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে পাঠানো চিঠিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে,' গত ৪ সপ্তাহে দেখা গিয়েছে, এই দেশগুলি কোভিড ১৯ তাৎপর্যপূর্ণভাবে ও উল্লেখ্যভাবে কমে গিয়েছে।' 

2

চিঠিতে বলা হয়েছে,'সবচেয়ে বড় বিষয় হল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিস্থিতিগত আপডেট অনুযায়ী কোভিড-১৯ , নতুন করে নিশ্চিত করা হয়েছে যে কোভিডে আক্রান্তের সংখ্যা ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে।'

3

এছাড়াও বলা হয়েছে, এই কমতির দিকে যাওয়া করোনার সংখ্যা গত ২৮ দিনের নিরিখে। 

4

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেখা গিয়েছে ভারতেও কমছে আক্রান্তের সংখ্যা। একদিনে ১০০টিরও কম ভারতে কোভিড। আর সেই পরিস্থিতিতে কোভিড সংক্রান্ত বিধি ৫দেশ থেকে ভারতে আগত যাত্রীদের জন্য শিথিল করা হয়েছে। 

5

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন থেকে ওই ৬ দেশের থেকে ভারতে আগত যাত্রীদের ভারতে আসার আগে প্রি ডিপারচার টেস্ট ও তা ‘এয়ার সুবিধা’ পোর্টালে আপলোড করার প্রক্রিয়াটি ছেঁটে ফেলতে হবে। 

6

চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর এই দেশগুলি থেকে আগত বিমান যাত্রীদের জন্য ডিসেম্বরে কড়া বিধি লাগু করে ভারত। সেই বিধিতেই আনা হল শিথিলতা।

বন্ধ করুন