করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত দেশবাসীকে 'জনতা কার্ফু' পালনের ডাক দিয়েছিলেন মোদী। কোনও জরুরি পরিষেবা ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন তিনি। সেইমতো আজ সকাল থেকেই দেশজুড়ে 'জনতা কার্ফু' পালিত হচ্ছে।
ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৯৬
Total Covid positive cases in India reach 396. This includes foreign nationals : ICMR
— Padmaja joshi (@PadmajaJoshi) March 22, 2020
কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩
কলকাতায় আরও ৩ জনের দেহে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। বালিগঞ্জের আক্রান্ত যুবকের পরিজনদের দেহে মিলল সংক্রমণ। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭।
করোনার নায়কদের কৃতজ্ঞতা জানানোয় দেশবাসীকে ধন্যবাদ, টুইট মোদীর
নরেন্দ্র মোদী : যাঁরা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে দেশ। দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ।
कोरोना वायरस की लड़ाई का नेतृत्व करने वाले प्रत्येक व्यक्ति को देश ने एक मन होकर धन्यवाद अर्पित किया। देशवासियों का बहुत-बहुत आभार... #JantaCurfew
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
কলকাতা থেকে দিল্লি - সর্বত্র সম্মান জানানো হল করোনা হিরোদের
কলকাতা থেকে দিল্লি - সর্বত্র সম্মান জানানো হল সেইসব মানুষদের যাঁরা নিজেদের ঝুঁকির পরোয়া না করে করোনা আটকাতে লড়ে যাচ্ছেন।
পাঁচটা বাজতেই মোদীর আর্জিতে দেশজুড়ে হাততালি, বাজল কাঁসর-থালা
আর্জি জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো 'জনতা কার্ফু'-র বিকেলে ঘড়ির কাঁটা ঠিক পাঁচটা ছুঁতেই বেজে উঠল থালা, কাঁসর, ঘণ্টা। সঙ্গে দেওয়া হল হাততালি। করোনাভাইরাস মোকাবিলায় যাঁরা কাজ করছেন, তাঁদের সম্মান জানালেন দেশবাসী।
পাঁচটা বাজতেই মোদীর আর্জিতে দেশজুড়ে হাততালি, বাজল কাঁসর-থালা #Covid_19india #5baje5minute #ThaliBajao #JantaCurfew pic.twitter.com/VivETcU1UP
— Hindustan Times Bangla (@HT_Bangla) March 22, 2020
দিল্লিতে ১৪৪ ধারা
করোনাভাইরাস পরিস্থিতির জেরে আজ রাত ন'টা থেকে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত দিল্লিতে ১৪৪ ধারা জারি করা থাকবে।
সংক্রমণের আশঙ্কা, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ আন্তঃরাজ্য যাত্রী পরিষেবা
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামী ৩১ মার্চ পর্যন্ত আন্তঃরাজ্য যাত্রী পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র।
করোনার জেরে ৩১ মার্চ পর্যন্ত বাতিল সব প্যাসেঞ্জার ট্রেন
করোনাভাইরাস পরিস্থিতির জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সব প্যাসেঞ্জার ট্রেন বাতিল করল ভারতীয় রেল।
'জনতা কার্ফু'-তে সাড়া বর্ধমান-দুর্গাপুরের
'জনতা কার্ফু'-তে সাড়া দিলেন বর্ধমানের মানুষ। আজ সকালে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটও ফাঁকা ছিল। মানুষ খুব একটা রাস্তায় বেরোননি। অন্যদিকে, দুর্গাপুরের ছবিটাও এক ছিল। আর পাঁচটা রবিবার গমগম করে বেনাচিতি বাজার। সারাক্ষণ খুচরো ব্যবসায়ী, ক্রেতাদের ভিড় লেগে থাকে। আজ সেই ভিড় উধাও। একইভাবে রাস্তা শুনশান দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাজার, প্রান্তিকা বাসস্ট্যান্ডের মতো এলাকাগুলি।
করোনা সংক্রমণ রুখতে 'জনতা কার্ফু'-তে সাড়া দেশবাসীর
করোনা সংক্রমণ রুখতে 'জনতা কার্ফু'-তে সাড়া দেশবাসীর। ফাঁকা রাস্তাঘাট। বাড়ির বাইরে তেমন কেউ বেরোননি। বন্ধ দোকানপাট।
ভিড় উধাও অমিল, ঘরেই মহারাষ্ট্রবাসী
মহারাষ্ট্র : অন্য রবিবারের তুলনায় অনেকটাই ফাঁকা মহারাষ্ট্রের বিভিন্ন অংশ। আর পাঁচটা রবিবার দাদার স্টেশনে যে ভিড়ের ছবি ধরা পড়ে, আজ তা অমিল।
महाराष्ट्र: आमतौर पर भीड़-भाड़ वाले दादर रेलवे स्टेशन पर आज दूसरे दिनों के मुकाबले काफी कम भीड़ नज़र आई। यहां तैनात हेड कांस्टेबल विजय प्रताप ने बताया कि हम यहां आने वाले लोगों की आईडी देखेंगे अगर वो मेडिकल वाले हैं, डॉक्टर हैं तो हम उनको जाने देंगे नहीं तो बाहर भेज देंगे। pic.twitter.com/o4pAWDViGB
— ANI_HindiNews (@AHindinews) March 22, 2020
প্রধানমন্ত্রীর আহ্বানে ফাঁকা জম্মু ও কাশ্মীর
জম্মু ও কাশ্মীর : প্রধানমন্ত্রীর আহ্বানে ফাঁকা জম্মু ও কাশ্মীর। বাড়ি থেকে তেমন কেউ বেরোননি।
Jammu & Kashmir: Self-imposed #JantaCurfew being observed in Doda, in order to control the spread of #COVID19 pic.twitter.com/2RrYKbCApz
— ANI (@ANI) March 22, 2020
ফাঁকা বারুইপুর, বারাসতে 'মাংস কিনতে বেড়িয়েছেন' কয়েকজন
শুনশান বারুইপুর। হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন চললেও যাত্রী প্রায় নেই। কয়েকটি কামরায় মাত্র একজন রয়েছেন। একই ছবি রাজ্য ও জাতীয় সড়কে। তবে বারাসতের চিত্রটা কিছুটা আলাদা। মোটের উপর রাস্তা ফাঁকা থাকলেও কয়েকজন রাস্তায় বেড়িয়েছে। তাঁদের দাবি, রবিবার বলে মাংস কিনতে বেড়িয়েছেন। আবার বাড়ি ফিরে যাবেন। রাস্তায় নেমেছে সরকারি বাসও।
স্বতঃস্ফূর্ত সাড়া মালদহেও
মালদহ : 'জনতা কার্ফু'-র ব্যাপক প্রভাব পড়েছে মালদহেও। শহরের অন্যতম ব্যস্ত রবীন্দ্র অ্যাভিনিউ পুরো ফাঁকা। অন্যদিন ভিড়, যানজট লেগে থাকে।
দিল্লিতে বন্ধ মেট্রো
দিল্লি : 'জনতা কার্ফু'-তে বন্ধ দিল্লির মেট্রো পরিষেবা।
Delhi Metro rail services closed today in view of #JantaCurfew. #Delhi pic.twitter.com/VxeL3Ob2vQ
— ANI (@ANI) March 22, 2020
স্তব্ধ উত্তরবঙ্গে
ফাঁকা বানারহাটের রাস্তা। দোকানপাট বন্ধ। হাতেগোনা কয়েকজনকে রাস্তায় দেখা যাচ্ছে। শিলিগুড়িতেও ছবিটা এক। সেবক মোড়, তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে ধূ ধূ করছে। সরকারি বাস থাকলেও তাতে যাত্রী প্রায় নেই বললেই চলে।
ভিড় নেই হাওড়া স্টেশনে
অন্য রবিবারের তুলনায় ফাঁকা হাওড়া স্টেশন। এদিন মাত্র ৩৪০ টি লোকাল ট্রেন চলবে। ভিনরাজ্য থেকে যাঁরা এসেছেন, তাঁদের জন্য সরকারের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে। নিউ কমপ্লেক্সের ভিতরে মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। সেখানে তিনজনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাঁদের রাজারহাটে কোয়াকেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
চেনা রবিবারের ছবি উধাও মানিকতলা বাজারে
রবিবার সকালে গমগম করে মানিকতলা বাজার। প্রায় সব দোকানই বন্ধ। একটিও মাছের দোকানের খোলেনি। সবজি দোকান কয়েকটি খুলেছে। তবে তাতে ক্রেতা নেই।
উল্টোডাঙায় উধাও অটো, ফাঁকা রাস্তা
শুনশান করুণাময়ী। ফাঁকা উল্টোডাঙাও। অন্য রবিবারও সকালে গমগম করে উল্টোডাঙা। স্টেশনের কাছে অটোর বড়সড় লাইন থাকে সবসময়। আজ তা কার্যত শূন্য। মাঝেমধ্যে দু'একটি অটো আসছে। তাতেও যাত্রী প্রায় নেই বললেই চলে।
ধর্মতলায় বন্ধ চা দোকানও!
ফাঁকা, শুনশান ধর্মতলা। ধর্মঘটের দিনেও কলকাতার প্রাণকেন্দ্র এরকম শুনশান থাকে না। কোনও বেসরকারি বাস দেখা যাচ্ছে না। গুটিকয়েক সরকারি বাস চোখে পড়েছে। অ্যাপ ক্যাবও প্রায় অমিল। হলুদ ট্য়াক্সির সংখ্যা হাতেগোনা। এমনকী বন্ধ চা দোকানও।
ফাঁকা শিয়ালদহ, লোকাল ট্রেন ছাড়লে যাত্রী হাতেগোনা
আজ সকালে শিয়ালদহে কয়েকটি দূরপাল্লার ট্রেন পৌঁছায়। রেলের নির্দেশ মতো, কোনও দূরপাল্লার ট্রেন ছাড়েনি। তবে হাতগোনা লোকাল ট্রেন ছাড়ছে। তাতে যাত্রী সংখ্যা কম। আর পাঁচটা রবিবার শিয়ালদহ ফাঁকা থাকলেও আজকের ছবিটা আরও শুনশান। এদিন শিয়ালদহ থেকে ৫০০-র মতো লোকাল ট্রেন ছাড়বে। অন্য রবিবার ৭৮৮ টি লোকাল ট্রেন ছাড়ে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে।
'ঘরে থাকুন, সুস্থ থাকুন', বার্তা মোদীর
রবিবার সকালে একটি টুইটবার্তায় নরেন্দ্র মোদী বলেন, 'আর কিছুক্ষণের মধ্যে জনতা কার্ফু শুরু হবে। আসুন, আমরা সবাই এই কার্ফুতে সামিল হই। যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগ করবে। আমরা এখন যে পদক্ষেপ করছি, তা আগামীদিনে সাহায্য করবে। ঘরে থাকুন ও সুস্থ থাকুন।'
In a few minutes from now, the #JantaCurfew commences.
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
Let us all be a part of this curfew, which will add tremendous strength to the fight against COVID-19 menace. The steps we take now will help in the times to come.
Stay indoors and stay healthy. #IndiaFightsCorona pic.twitter.com/11HJsAWzVf