বাংলা নিউজ > ঘরে বাইরে > মানচিত্র বিতর্কে আলোচনার প্রস্তাব দিয়েছিল ভারত, কেন পাত্তা দিল না নেপাল?

মানচিত্র বিতর্কে আলোচনার প্রস্তাব দিয়েছিল ভারত, কেন পাত্তা দিল না নেপাল?

নেপালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

নয়া মানচিত্রের সংশোধনী বিলটি সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে গিয়েছে। এরপর তা আইনে পরিণত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

শিশির গুপ্ত 

শনিবার নেপালের সংসদের নিম্নকক্ষে পাস হয়ে গিয়েছে তথাকথিত নয়া 'নেপালের রাজনৈতিক মানচিত্র'-এর সংবিধান সংশোধনী বিল। সেই ‘নয়া মানচিত্র’-এ তিনটি এমন জায়গা রয়েছে, যেগুলি ভারতের উত্তরাখণ্ড এবং বিহারের অন্তর্ভুক্ত। সেই বিলটি আপাতত সংসদের উচ্চকক্ষে পাঠানো হবে এবং সেখানে ছাড়পত্র পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমতি পেয়ে তা আইনে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে, সেই প্রক্রিয়াটি শুধুমাত্র নিয়মরক্ষা ছাড়া আর কিচ্ছু নয়। 

সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া দিলেও কেন কূটনৈতিকস্তরে আলোচনার ক্ষেত্রে ভারত সেভাবে কেন এগিয়ে আসেনি, তা নিয়ে নেপালের বিভিন্ন মহলে ধন্দ তৈরি হয়েছে। তবে তার আগে দেখে নেওয়া যাক ভারতের প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রেক্ষাপট।

বিশেষজ্ঞদের মতে, গত মাসের গোড়ার দিকে নেপালের কমিউনিস্ট পার্টির অন্দরেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গদি টলমল ছিল। প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়ার জন্য ওলির উপর ক্রমশ চাপ বাড়ছিল। তবে ভারতীয় ভূখণ্ডকে নেপালের মানচিত্রে যুক্ত করার সংবিধান সংশোধনী বিল পেশ করে নিজের জায়গা পোক্ত করলেন ওলি।

সংবিধান সংশোধনী বিল না আনার একটি ক্ষীণ আওয়াজ অবশ্য নেপালের অন্দর থেকেই উঠেছিল। একইসঙ্গে ওলিকে জানানো হয়েছিল, সংবিধান সংশোধনী বিল আনলে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনার যাবতীয় পথ রুদ্ধ হয়ে যাবে। সীমান্ত বিবাদ নিয়ে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে নেপাল দু'মুখী অবস্থান নিয়েছে বলে মত অধিকাংশ বিশেষজ্ঞদের। তারমধ্যে একটি হল - সামনে থেকে আলোচনার পক্ষে সওয়াল করা হলেও তলেতলে তা ভেস্তে দেওয়া হবে। অন্যদিকে প্রকাশ্যে যে কোনও প্রশ্নের জবাবে আলোচনার না বসার দায় সরকারিভাবে নয়াদিল্লির ঘাড়ে চাপানো হবে। ইতিমধ্যে সেই কাজটি সুকৌশলে সেরে রেখেছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গ্যাওয়ালি। সংসদে প্রশ্নের জবাবের সময় ‘অবাক’ হয়ে জানিয়েছেন, চিনের সঙ্গে আলোচনায় বসছে ভারত। অথচ কাঠমান্ডুর আলোচনা প্রস্তাব এড়িয়ে যাচ্ছে নয়াদিল্লি।

নেপালের দাবি কি সত্যি? ভারত কি সত্যিই আলোচনা বসার প্রস্তাব দেয়নি? 

কাঠমান্ডুতে ভারতের বিদেশ মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তা 'হিন্দুস্তান টাইমস'-কে জানিয়েছেন, নেপালের সেই দাবি সঠিক নয়। পরিষ্কারভাবে নয়াদিল্লির তরফে বিদেশ সচিব পর্যায়ের ফোনে আলোচনা, দু'দেশের বিদেশ সচিবের মধ্যে ভিডিয়ো কনফারেন্স এবং সীমান্ত নিয়ে আলোচনার জন্য নেপালের বিদেশ সচিবকে ভারতে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল।

নয়াদিল্লিতে সাউথ ব্লকের সূত্ররাও এরই কথা বলেছেন। তাঁরা জানান, সংবিধান সংশোধনী বিল পেশের আগেই নেপালের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছিল। এমনকী গ্যাওয়ালি ভারতের উপর দোষ চাপানোর ঠিক এক সপ্তাহ আগে সেই প্রস্তাব পাঠিয়েছিল নয়াদিল্লি। একবার ফোনে কথা বলা, একবার ভিডিয়ো কনফারেন্স করা এবং একবার বিদেশ সচিবের সফর কীভাবে নেপালের প্রস্তাব এড়ানো হতে পারে, তার উত্তর একমাত্র গ্যাওয়ালি দিতে পারবেন।

নেপালের বিদেশ মন্ত্রকের সূত্রেও বক্তব্য, ভারতের প্রস্তাবে নির্লিপ্ত রয়েছেন ওলি। তেমন কোনও আগ্রহ নেই বলেই মনে হচ্ছিল। তবে ওলি দাঁড়াতেও চাইছিলেন না বা সংবিধান সংশোধন নিয়ে একধাপ পিছিয়েও আসতে চাইছিলেন না। কী কারণে সেই অবস্থান নিয়েছিলেন, তা শুধু ওলিই বলতে পারবেন। অথচ তিনি খুব ভালোভাবে জানতেন, সংবিধান সংশোধনীকে অপরবির্তনীয় পদক্ষেপ হিসেবে দেখবে নয়াদিল্লি এবং ভবিষ্যতে যে কোনও দরকষাকষির ক্ষেত্রটা আরও জটিল হয়ে উঠবে।

সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে ওলি স্পষ্ট করে দিয়েছেন, ভারতের সঙ্গে আত্মিক সম্পর্কে যে প্রভাবই পড়ুক না কেন, তিনি সংবিধান সংশোধনী পাশ করিয়ে ছাড়বেন। আর ওলির সেই নাছোড়াবান্দা মনোভাব থেকেই স্পষ্ট, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ভারতের প্রস্তাবের বিষয়ে আইনপ্রণেতার জানাবে না সরকার। একইসঙ্গে আইনপ্রণেতা এবং দেশবাসীকে বিভ্রান্ত করেছেন ওলি। যা দু'দেশের মানুষের বিশেষ সম্পর্ক নষ্ট করে দিতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

বিশেষজ্ঞদের মতে, ওলি যেহেতু ভারতের প্রস্তাবে গুরুত্ব দেননি এবং সংবিধান সংশোধনী বিল এনেছেন, তাতে সীমান্ত সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তাঁকেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। অবশ্যই তিনি যদি চান তো। তবে ওলির মাপের একজন নেতা খুব ভালোভাবেই জানেন, মৌখিকভাবে সুর চড়ানোর দিন শেষ, এবার তাঁকে কাজ করে দেখাতে হবে।

পরবর্তী খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? রইল ২৩ এপ্রিল ২০২৫ রাশিফল ফিকে হল কোহলি-ওয়ার্নারের রেকর্ড, IPL-এ সব থেকে তাড়াতাড়ি এই শিখর ছুঁলেন রাহুল শুক্রযোগ শুরু কখন? অমৃতযোগের সময় কখন? জানুন ৯ বৈশাখের পঞ্জিকা TTE-র ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত ব্যবসায়ী, ‘পা পিছলে গিয়েছিল’ দাবি রেলের হাজরায় সুকান্তদের ত্রাণ সংগ্রহের কর্মসূচি, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, আটক কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেতেই সৌদিতে বড় সিদ্ধান্ত নিলেন মোদী! কী করতে চলেছেন? অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো শ্রীনগরে বৈঠকে শাহ, পহেলগাঁওতে ‘সার্চ অপারেশন’ শুরু! হাই অ্যালার্টে দিল্লি ফ্লোরিডায় থাকতেন, কাশ্মীর হামলায় মৃত্যু বাঙালির, সঙ্গে ছিল ৩ বছরের ছেলে ও স্ত্রী বক্স অফিসে ঝড় তুলছে কেশরী ২! ৪ দিনে টপকে গেল ইমার্জেন্সি ও দেবা-কে, কত হল আয়?

Latest nation and world News in Bangla

কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেতেই সৌদিতে বড় সিদ্ধান্ত নিলেন মোদী! কী করতে চলেছেন? শ্রীনগরে বৈঠকে শাহ, পহেলগাঁওতে ‘সার্চ অপারেশন’ শুরু! হাই অ্যালার্টে দিল্লি ৬ দিন আগেই বিয়ে হয়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হল ভারতীয় নৌসেনার অফিসারের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত ২৬, ‘আমার বরের মাথায় গুলি করল’ বুকফাটা কান্না মহিলার অন্ধ্রে উষা ভান্সের পৈতৃক বাড়িতে হঠাৎ হাজির রাজস্ব দফতরের আধিকারিকরা, কী কারণে? ‘যাও মোদীকে বোলো এটা..’, স্বামীকে গুলি করে স্ত্রীকে হাড়হিম করা বার্তা জঙ্গিদের মহিলারা কখনও পোপ হতে পারবেন না! কেন? ২ ঘণ্টায় ১১৬ লক্ষ মানুষও ভোট দিতে পারতেন! রাহুলকে চাঁচাছোলা জবাব কমিশনের ‘ছাড়া হবে না’, কাশ্মীরে জঙ্গি হামলায় জেড্ডা থেকে বার্তা মোদীর!কোন নির্দেশ শাহকে মুখ্যমন্ত্রিত্ব যেতেই অতিশীর নিরাপত্তায় কাটছাঁট, নির্দেশ শাহের মন্ত্রকের

IPL 2025 News in Bangla

অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 WC 2026-এর দলে ঢুকতে পারেন কারা? KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.