বাংলা নিউজ > ঘরে বাইরে > আট মাসে দেশে মেডিক্যাল অক্সিজেনের উৎপাদন বেড়েছে প্রায় ৬০%, জানানো হল মোদীকে

আট মাসে দেশে মেডিক্যাল অক্সিজেনের উৎপাদন বেড়েছে প্রায় ৬০%, জানানো হল মোদীকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

অক্সিজেন প্ল্যান্ট তৈরির উপর বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী।

দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের আকাল পড়েছে। সেই পরিস্থিতির মোকাবিলায় অক্সিজেন প্ল্যান্ট তৈরির উপর বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য পিএম-কেয়ারস ফান্ড থেকে দেশে ৫৫১ টি 'প্রেসার সুই অ্যাবসর্পশন মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট' তৈরির জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা দিয়ে দ্রুত প্ল্যান্ট তৈরি করার রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় আধিকারিকদের হাতে-হাত মিলিয়ে কাজ করতে বললেন। সেইসঙ্গে কেন্দ্রের দাবি, গত আট মাসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে দেশের অক্সিজেন উৎপাদন ক্ষমতা।

মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতির পর্যালোচনায় উচ্চপর্যায়ের গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানে ছিলেন ক্যাবিনটে সেক্রেটারি রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা-সহ একাধিক উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে দেশের স্বাস্থ্য পরিকাঠামো, অক্সিজেন, ওষুধের প্রাপ্যতার বিষয়ে বিভিন্ন তথ্য জানানো হয় মোদীকে। উচ্চপর্যায়ের গোষ্ঠী জানিয়েছে, গত আট মাসে দেশে তরল মেডিক্যাল অক্সিজেন উৎপাদনের পরিমাণ ক্রমশ বেড়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছর অগস্টে দেশে দৈনিক ৫,৭০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন উৎপাদিত হত। চলতি বছরের ২৫ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছে ৮,৯২২ মেট্রিক টন। চলতি মাসের শেষের মধ্যে উৎপাদন ক্ষমতা ৯,২৫০ মেট্রিক টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যগুলিকে অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্যও উৎসাহ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে উচ্চপর্যায়ের গোষ্ঠী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের কমিটি মোদীকে জানিয়েছে যে বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে সাধারণ এবং আইসিইউ শয্যা প্রাপ্যতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙার উপরও। পাশাপাশি দেশের সর্বত্র করোনা সুরক্ষাবিধি কার্যকরের নির্দেশ দিয়েছেন মোদী।

ঘরে বাইরে খবর

Latest News

নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.