বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারত প্রমাণ করেছে যে প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আমরা কারও থেকে পিছিয়ে নই: মোদী

ভারত প্রমাণ করেছে যে প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আমরা কারও থেকে পিছিয়ে নই: মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি) (HT_PRINT)

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা একটা বিপ্লব যা দেশের প্রতিটি নাগরিককে আর্থিক ক্ষমতায়ন অর্জনে সহায়তা করেছে।’

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন যে ভারত বিশ্ব দরবারে প্রমাণ করেছে যে প্রযুক্তি গ্রহণ বা উদ্ভাবনের ক্ষেত্রে আমরা কারও থেকে পিছনে নেই। এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ইনফিনিটি ফোরামের উদ্বোধন করার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে ডিজিটাল ইন্ডিয়ার অধীনে রূপান্তরমূলক উদ্যোগগুলি শাসনে প্রয়োগ করার জন্য উদ্ভাবনী ফিনটেক সমাধানের দরজা খুলে দিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, ‘গত বছর ভারতে মোবাইল পেমেন্টের পরিমাণ প্রথমবারের মতো এটিএম থেকে নগদ তোলার পরিমাণের চেয়ে বেশি ছিল। সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কগুলি কোনও শাখা অফিস ছাড়াই ইতিমধ্যেই একটি বাস্তবতা। এবং এক দশকেরও কম সময়ে জনসাধারণ এটি স্বাভাবিক ভাবে মেনে নিতে পেরেছে।’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘এটা একটা বিপ্লব যা দেশের প্রতিটি নাগরিককে আর্থিক ক্ষমতায়ন অর্জনে সহায়তা করেছে। আমরা বিশ্বের সাথে আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা শেয়ার করতে এবং তাদের কাছ থেকে শেখার বিষয়ে বিশ্বাস করি। আমাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সমাধান সারা বিশ্বের নাগরিকদের জীবনকে উন্নত করতে পারে।’

৩ এবং ৪ ডিসেম্বর GIFT সিটি এবং ব্লুমবার্গের সহযোগিতায় ভারত সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ (IFSCA) এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্য ফোরামের প্রথম সংস্করণের অংশীদার দেশ।

 

 

বন্ধ করুন