বিশ্বের বাজারে চা রফতানিতে গত কয়েকবছর ধরে তৃতীয় স্থানে ছিল ভারত। দীর্ঘদিন ধরে চা শিল্পে একাধিক সমস্যা থাকা সত্ত্বেও চা রফতানিতে শ্রীলঙ্কাকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। ভারতীয় চা পর্ষদ বা টি বোর্ডের তরফে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারত বিশ্বের বাজারে ২৫.৪ কোটি কেজি চা রফতানি করেছে।
আরও পড়ুন: দার্জিলিং চায়ের রফতানি বাড়ল না, বাজার খাচ্ছে ‘নেপালের টি’
বর্তমানে বিশ্বের বাজারে চা রফতানিতে প্রথম স্থানে রয়েছে কেনিয়া। গত কয়েক বছর ধরেই প্রথম স্থান ধরে রেখেছে দেশটি। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের বাজারে কেনিয়া প্রায় ৫০ কোটি কেজি চা রফতানি করেছে যা ভারতের দ্বিগুণ। তবে শ্রীলঙ্কা গত কয়েকবছর ধরে দ্বিতীয় স্থান দখল করে রেখেছিল। আর তৃতীয় স্থানে ছিল ভারত। টি বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারত এবং শ্রীলঙ্কা প্রায় সমান পরিমাণ চা বিদেশে রফতানি করেছিল, যার পরিমাণ ছিল ২৩.১ কোটি কেজি। কিন্তু, ২০২৪ সালে ভারত শ্রীলঙ্কার চেয়ে ২৪ লক্ষ কেজি বেশি চা রফতানি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। (আরও পড়ুন: বালোচ হুমকির মুখে পাকিস্তানে নিরাপত্তারক্ষী মোতায়েন করল চিন, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের রিপোর্ট নিয়ে বড় মন্তব্য ইউনুস সরকারের, বলা হল…
উল্লেখ্য, ২০১৮ সালের পরে আবার চা রফতানিতে দ্বিতীয় স্থানে উঠে আসল ভারত। ২০১৮ সালে চা রফতানির পরিমাণ ছিল ২৫.৬ কোটি কেজি। এরপর গত কয়েক বছর ধরে ভারতের রফতানির পরিমাণ ২০.০-২২.৫ কোটি কেজির কাছাকাছি ঘোরাফেরা করেছে। টি বোর্ড জানিয়েছে, ভারতের ২০২৪ সালে চা রফতানির পরিমাণ ছিল ৭,১১২ কোটি টাকা। কর্তৃপক্ষের আশা, ২০৩০ সালের মধ্যে ভারত ৩০ কোটি কেজি চা রফতানি করেছে বিদেশে। যদিও বর্তমানে ভারতে গড়ে প্রতি বছর ১,৪০ কোটি কেজি চা উৎপাদন হয়ে থাকে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা বিদেশে রফতানি করা হয়।
আরও পড়ুন: ‘রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাচ্ছে ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চাওয়া গোষ্ঠীগুলি’
চা ব্যবসায়ীদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল প্রবীর কুমার ভট্টাচার্য জানান, কেন্দ্রের অনুকূল রফতানি নীতি এবং রাজ্য সরকারগুলির সহায়তায় এটা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী বছরগুলিতে চা রফতানি আরও বাড়বে। উল্লেখ্য, ভারত মূলত সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, ইরান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ২৫টিরও বেশি দেশে চা রফতানি করে। তথ্য অনুযায়ী, ভারত বিশ্বের বাজারে প্রায় ১০ শতাংশ চা রফতানি করে।