বাংলা নিউজ > ঘরে বাইরে > India Covid cases: জানুয়ারিতে ভারতে বাড়তে পারে কোভিড! ফোকাসে আগামী ৪০ দিন, কী বলছে রিপোর্ট?

India Covid cases: জানুয়ারিতে ভারতে বাড়তে পারে কোভিড! ফোকাসে আগামী ৪০ দিন, কী বলছে রিপোর্ট?

গত কোভিড স্রোতগুলিতে যে প্যাটার্নে সংক্রমণ বেড়েছিল সেই প্যাটার্ন মেনে চলে এই উদ্বেগের কথা প্রকাশ করেছে এক সরকারি সূত্র। সরকারি সূত্রের মতে, ‘এর আগে দেখাগিয়েছে পূর্ব এশিয়াকে কোভিড আক্রমণ করার ৩০ থেকে ৩৫ দিন পর ভারতে তার দাপট বেড়েছিল। এটাই ছিল ট্রেন্ড।’  

অন্য গ্যালারিগুলি