সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় ভারত এবং বাংলাদেশের বাহিনীর মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে। এরই মাঝে এবার দিল্লির বার্তা, ভারত বাংলাদেশের পাশে থাকতে চায়। তবে এরই সঙ্গে 'শর্ত' বাবদ কয়েকটি 'বিশেষণ' জুড়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ককে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে দুই দেশের জনগণের ভালো হয়।' এরই সঙ্গে তাঁর বক্তব্য, 'বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র। অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর ভিত্তি করে তা বদলায় না।' (আরও পড়ুন: বন্দে ভারত ছুটল কাশ্মীরে, পথে পড়বে অঞ্জি খাদ ও চেনাব রেল ব্রিজ, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: 'ভারতই সব কিছুর মূলে', ভরা সভায় 'খুনের' নিদান বাংলাদেশি ইসলামি নেতার
আরও পড়ুন: দেওয়ালে ছিল রক্তের ছোপ, কেন 'সিল করে' আরজি করের ৮ তলার ঘর পরীক্ষা করেনি CBI?
এদিকে আইএসআইয়ের শীর্ষকর্তাদের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, 'আমাদের দেশের চারপাশে এবং আমাদের অঞ্চলে কী কী হচ্ছে, সেদিকে আমরা নজর রাখি। সেইসঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তার উপরে প্রভাব ফেলবে, এমন কোনও কর্মকাণ্ডের উপরেও নজর রেখে চলি আমরা। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে।' এদিকে রণধীর জয়সওয়াল জানান, সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা হয়েছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের। তবে কোয়াডের বৈঠকে বাংলাদেশ নিয়ে কোনও কথাবার্তা হয়েছে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন বলে জানান রণধীর জয়সওয়াল। (আরও পড়ুন: গড়ে উঠবে নতুন ২ কারখানা, কয়েক কোটির বিনিয়োগ হবে হলদিয়ায়)
আরও পড়ুন: ঢাকায় হিন্দু ব্যবসায়ীকে গুলি, ছিনিয়ে নেওয়া হল ৮০০ গ্রাম সোনা ও ৪ লাখ নগদ
আরও পড়ুন: '…ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ', শঙ্কায় ঢুবে পড়শি দেশের সংবাদ সম্পাদক
এদিকে সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা চাই, সীমান্তে বেড়াসংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাগুলো আমাদের সঙ্গে ইতিবাচকভাবে বাস্তবায়ন হোক। অপরাধমুক্ত সীমান্ত গড়তে দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তে বেড়া নির্মাণের কাজ চলছে।' এদিকে নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, 'প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।' (আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, ইউক্রেনের পায়ের তলা থেকে মই টেনে নিল আমেরিকা)
আরও পড়ুন: প্রথমে ধর্ষণ, তারপর খুন করা হল বাংলাদেশি তরুণীকে, দেহ মিলল কর্ণাটকের লেকের পাশে
আরও পড়ুন: ফের সংখ্যালঘু রক্ত ঝরল বাংলাদেশে, হিন্দু পড়ুয়াকে নৃশংস ভাবে খুন খুলনায়
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে সংঘাত দেখা গিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। এই আবহে একধিক জায়গায় ভারতীয় ভূখণ্ডের কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ। এর জেরে সীমান্তের বহু জায়গায় ছড়িয়েছে উত্তেজনা। এই ইস্যুতে বাংলাদেশের দাবি, ১৯৭৫ সালে যে আন্তর্জাতিক সীমান্ত চুকি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তা অনুযায়ী, সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ ভিতরে 'প্রতিরক্ষা কাঠামো' তৈরি করা যাবে। এদিকে ২০১০ সালে অবশ্য বাংলাদেশ ভারতকে লিখিত আকারে অনুমতি দিয়েছিল যে সীমান্তে ১৫০ গজের ভিতরেও প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে পারবে ভারত। এই কথা নিজে স্বীকার করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী।