ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলার ঘটনার নিন্দা জানাল ভারত। দিল্লি বলে, প্রতিবেশী দেশের স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেয়, তাদের জন্য এই ভবনটি গুরুত্বপূর্ণ ছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাড়ি ভাঙার ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, 'এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। যারা বাঙালির আত্মপরিচয় ও গর্বকে লালন করে স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন।' ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিকে 'দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক' হিসেবে আখ্যা দেন তিনি। (আরও পড়ুন: রতন টাটার সম্পত্তির কী কী পাবেন মোহিনী মোহন? দাবিতে 'গরমিল', তৈরি হবে বিতর্ক?)
আরও পড়ুন: গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ঠিক কী? বিতর্কের আগুনে জল পড়ছে, না ঘি?
এর আগে মুজিবের বাড়ি ভাঙার ঘটনা নিয়ে একটি পোস্ট করা হয়েছিল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে। তাতে দাবি করা হয়েছে, হাসিনা যে বারবার 'মিথ্যা ও মনগড়া' মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশের ভাবাবেগে আঘাত করছে। ইউনুসের সরকারের বক্তব্য, গত বছরের অগস্টে হাসিনার পতনের পর থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কোনওরকম বিপত্তি ঘটেনি। চালানো হয়নি হামলা। কিন্তু বুধবার রাতে হাসিনা যে ‘হিংসাত্মক আচরণ’ করেছেন, তারই প্রতিক্রিয়া হিসেবে মুজিবর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছে। এই আবহে শেখ হাসিনাকে চুপ করানোর জন্যে বলেছিল ঢাকা। (আরও পড়ুন: ২ বছর পর রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, কমতে পারে EMI-এর বোঝা)
সেই পোস্টে লেখা হয়, 'জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি-ধামকির সুরে জুলাই গণঅভ্যুত্থানকে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। হুমকি, ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।'