পাকিস্তানে সম্প্রতি এক মামলার পরিপ্রেক্ষিতে ভগৎ সিংয়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে ভারতের সংসদে প্রশ্ন উঠেছিল গতকাল। আর তার জবাবে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানালেন, ভগৎ সিংকে নিয়ে পাকিস্তানে অপমানজনক মন্তব্য করার ঘটনায় ভারত তাদের আপত্তির কথা জানিয়েছে সেদশের সরকারের কাছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে লাহোর হাই কোর্টের এক মামলার পরিপ্রেক্ষিতে ভগৎ সিংকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সুবাদে লাহোর মামলায় ২৩ বছর বয়সে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের। সেই সময় ভারত-পাকিস্তান বিভেদ ছিল না। ভগৎ সিং যখন দেশের স্বাধীনতার জন্যে প্রাণ দিয়েছিলেন, তখন তিনি বর্তমানের পাকিস্তানের স্বাধীনতার হয়েও স্বপ্ন দেখেছিলেন। তবে সেই শহিদকেই পাকিস্তান এখন 'সন্ত্রাসবাদী' হিসেবে মনে করে। (আরও পড়ুন: ধার নিল, প্রাণও নিল! বাংলাদেশে হিন্দু মহিলাকে কুপিয়ে খুন, অভিযুক্ত প্রতিবেশী)
আরও পড়ুন: ইউনুসের সঙ্গে বৈঠকের পরই চিন্ময় প্রভুর হয়ে সরব বাংলাদেশের ফাদার রোজারিও, বললেন…
প্রসঙ্গত, একটি এলাকার নাম বদল এবং ভগৎ সিংয়ের মূর্তি বসানোর পরিকল্পনার বিষয়ে একটি মামলা হয়েছিল লাহোর হাই কোর্টে। সেই পরিপ্রেক্ষিতে এক সদস্যের এক কমিটি গড়ে দিয়েছিল দেলা প্রশাসন। এই আবহে সেনার এক অবরপ্রাপ্ত সেনা আধিকারিক তারিক মাজিদকে সেই কমিটির সদস্য করা হয়েছিল। সেই আধিকারিক নিজের রিপোর্টে দাবি করেছিলেন, 'ভগৎ সিং দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী ছিলেন না।' আর অবসরপ্রাপ্ত সেই সেনা আধিকারিকের রিপোর্টকে উদ্ধৃত করেই সরকার পক্ষের সহকারী অ্যাডভোকেট জেনারেল আসগর লেঘারি লাহোর হাই কোর্টকে জানিয়েছেন, 'ভগৎ সিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদের গুরুতর অভিযোগ ছিল।' (আরও পড়ুন: চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের হিন্দু উপাচার্যের পদত্যাগ, বিপ্লবের নামে অত্যাচার?)
আরও পড়ুন: এমন সব ইস্যু… ভারতের চিন্তায় 'ঘুম উড়ল' বাংলাদেশের! স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে
আর এই ঘটনার পরই ভারত নাকি পাকিস্তানের কাছে প্রতিবাদ জানিয়েছিল ভারত। রিপোর্ট অনুযায়ী, লাহোর হাই কোর্টে যে ভগৎ সিংকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার অবগত আছে কি না, তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল সংসদে। আর সেই প্রশ্নের জবাবে রাজ্যসভায় কীর্তি বর্ধন বলেন, 'পাকিস্তানে ভগৎ সিংকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য সম্প্রতি করা হয়ছিল, তা নিয়ে ইসলামাবাদের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত। এছাড়াও সেদেশের সংখ্যালঘুদের সংস্কৃতির ওপর যে ক্রমাগত হামলা হয়ে চলেছে, তা নিয়েও প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের স্বাধীনতার ক্ষেত্রে ভগৎ সিংয়ের অবদানের বিষয়টিকে স্বকৃতি দিয়ে আসছে সরকার এবং গোটা দেশ। ভগৎ সিংয়ের প্রয়াণ দিবস প্রতিবছরই পালন করা হয় ভারত এবং বিদেশে। ভারতের দূতাবাসগুলি এই দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।'