ইজরায়েলে হামাসের রকেট হামলার বিরোধিতা ভারতের, সমর্থন প্যালেস্তাইনকে
1 মিনিটে পড়ুন .Updated: 17 May 2021, 05:20 PM ISTসেখানে হামাসের বিরুদ্ধে ইজরায়েলের পাল্টা প্রত্যুত্তরকে 'আত্মরক্ষামূলক হামলা' বলে অভিহিত করা হয়েছে।
সেখানে হামাসের বিরুদ্ধে ইজরায়েলের পাল্টা প্রত্যুত্তরকে 'আত্মরক্ষামূলক হামলা' বলে অভিহিত করা হয়েছে।
ইজরায়েলে হামাসের রকেট হামলার নিন্দা করল ভারত। মধ্য প্রাচ্যের বাড়তে থাকা অশান্তি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি। কিন্তু বাড়তে থাকা চাপের মুখে ইজরায়েল-হামাস পরিস্থিতি নিয়ে পুনর্বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি মারফত রবিবার ইজরায়েল পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রকাশ করে ভারত। সেখানে হামাসের বিরুদ্ধে ইজরায়েলের পালটা প্রত্যুত্তরকে 'আত্মরক্ষামূলক হামলা' বলে অভিহিত করা হয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারত নিজেও সীমান্তে পাকিস্তানের সঙ্গে অশান্তির শিকার। আর সেই কারণেই এই স্পর্শকাতর বিষয়ে অত্যন্ত সাবধানী অবস্থান গ্রহণ করা হয়েছে। ভারতীয় বিবৃতিতে বলা হয়, 'আমরা সমস্ত হিংসা, প্ররোচনা ও ধ্বংসাত্মক আচরণের বিরোধিতা করছি।'
একই সঙ্গে শান্তি ফেরানোর বিষয়ে আরও একবার ইজরায়েল-পালেস্তাইনের সরাসরি আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে ভারত। 'পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে দ্রুত শান্তি ফেরানোর প্রচেষ্টা প্রয়োজন। আমরা দুই পক্ষকেই এ বিষয়ে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের স্বার্থে সংযত হওয়ার আবেদন জানাই।'