আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের দখল করতে চায় আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখলের ইচ্ছার বিরোধিতা করেছে ভারত। এই আবহে ভারত এবং পাকিস্তান একমত হয়েছে। রাশিয়ায় অনুষ্ঠিত ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’-এর সপ্তম বৈঠকে যৌথ বিবৃতি প্রকাশ করে স্পষ্ট বলা হয়েছে, আফগানিস্তান এবং তার প্রতিবেশী দেশগুলিতে বহিরাগত কোনও দেশের সেনাবাহিনী মোতায়েন করার চেষ্টা মেনে নেওয়া যায় না। এই বৈঠকে ভারত ছাড়াও সেখানে যোগ দিয়েছিলেন আফগানিস্তান, চিন, ইরান, কাজাখস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা। এই ১০ দেশের পাশাপাশি বেলারুশ এই বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিল। (আরও পড়ুন: ভারতে প্রথমবারের মতো পা রাখলেন তালিবান মন্ত্রী, কী নিয়ে আলোচনা হবে দিল্লিতে?)
আরও পড়ুন: ২ বছর পর শান্তি ফেরাতে সম্মত হামাস, ট্রাম্পের গাজা চুক্তিতে হতে পারে সই
বাগরামের নাম না করেই মস্কো ফর্ম্যাট কনসালটেশনের প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে বলেন, 'আফগানিস্তান এবং প্রতিবেশি দেশগুলিতে অন্য কোনও দেশের সামরিক পরিকাঠামো মোতায়েনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় ৷ কারণ, এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থের বিপরীত।' এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে চান। বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের জন্য কাবুলের উপর চাপ সৃষ্টি করতে একজন বিশেষ দূতও নিযুক্ত করেছেন ট্রাম্প। বাগরাম ঘাঁটি ত্যাগ করায় পূর্বসূরী বাইডেনকে তোপও দেগেছিলেন ট্রাম্প। (আরও পড়ুন: মধ্যরাতে রণক্ষেত্র পাকিস্তানের লাহোর, পুলিশের সঙ্গে সংঘর্ষ তেহরিক-ই-লাবাইকের)
প্রসঙ্গত, পাঁচ বছর আগে আমেরিকা তালিবানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে আফগানিস্তান ত্যাগ করেছিল। আফগানিস্তানে প্রায় ২ দশকের যুদ্ধ শেষ করে নিজেদের সেনা প্রত্যাহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই ২ দশক ধরে বাগরামকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল মার্কিন বাহিনী। এই আবহে ফের একবার বাগরামে মার্কিন বাহিনী মোতায়েন করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। বাগরাম ফেরত না দিলে তালিবানদের ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে তালিবান সরকার স্পষ্ট জানিয়েছে, কোনওভাবেই আফগানিস্তানের জমি আমেরিকার হাতে তুলে দেওয়া হবে না। আর এবার সেই সুরেই সুর মেলাল ভারত। তাল মিলল চিন, পাকিস্তানের মতো দেশের।