গতবছর পাকিস্তানে মহম্মদ উসমান বলে এক ব্যক্তি গ্রেফতার হয়। এই ব্যক্তি আল– কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে সন্দেহ পাকিস্তানের। মহম্মদ উসমান সম্ভলের বাসিন্দা। অর্থাৎ উত্তরপ্রদেশের একটি শহর সম্ভল। সুতরাং ভারতের নাগরিক। এই ঘটনা চাউর হতেই সম্ভল পুলিশ এবার বিস্তারিত তদন্ত শুরু করেছে। তাতেই উঠে এসেছে এই মহম্মদ উসমান আল–কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কাজ করত সন্দেহে পাকিস্তানের জেলে সে বন্দি রয়েছে। যেখানে পাকিস্তানকে জঙ্গিদের মদতপুষ্ট দেশ বলা হয়ে থাকে সেখানে জঙ্গিগোষ্ঠীর হয়ে কাজ করত সন্দেহে জেলে বন্দি মহম্মদ উসমান কেমন করে? উঠছে প্রশ্ন।
আবার উত্তরপ্রদেশের সম্ভল থেকে পাকিস্তানের মাটিতে সে গেল কী করে? স্বাভাবিক নিয়মে গেলে সে তথ্য থাকত ভারত সরকারের কাছে। তাহলে কি সীমান্ত পেরিয়ে অবৈধ পথে পাকিস্তানে পাড়ি? উঠছে বিস্তর প্রশ্ন। এখন লাহোরের জেলে বন্দি রয়েছে মহম্মদ উসমান। আর এই তথ্য পাকিস্তানের বিদেশমন্ত্রক দিয়েছে সম্ভল পুলিশকে। তাতেই সবার চোখ কপালে উঠেছে। এই নিয়ে এখন জোর তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনা পাকিস্তানের কাছ থেকে জানতে পেরেই সম্ভল পুলিশ মহম্মদ উসমানের পরিবারের সদস্যদের ডেকে পাঠায় থানায়। রবিবার দিন এক ডজন উসমানের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এখন এই ঘটনার তদন্ত বিদেশমন্ত্রকের নির্দেশ মতো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, নন্দীগ্রামে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ
আর এই মহম্মদ উসমান ২০১২ সাল থেকে নিখোঁজ। তদন্ত করতে নেমে পুলিশ সেটা জানতে পেরেছে। সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই এই তথ্য জানিয়েছেন। ২০১৫ সালে দিল্লির স্পেশাল সেল এই মহম্মদ উসমানকে জঙ্গি কার্যকলাপের জন্য অভিযুক্ত করেছিল। কিন্তু কোথাও তার হদিশ মেলেনি। ২০১৬ সালে দিল্লি পুলিশ তাকে ‘পলাতক’ ঘোষণা করে। তারপর কালের গতিতে সময় কেটে গিয়েছে। কিন্তু কোনও হদিশ মেলেনি। এবার পাকিস্তানের বিদেশমন্ত্রক সম্ভল পুলিশকে মহম্মদ উসমান সম্পর্কে তথ্য দিতেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ–সহ গোটা দেশ। ভারত–পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যাওয়া এই মহম্মদ উসমান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে একজন ভারতীয় নাগরিক যে আবার জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে সীমান্ত পার করে চলে গেল কেউ টের পেল না! তাহলে সীমান্তের নিরাপত্তা কতটা সুরক্ষিত? উঠছে প্রশ্ন। এই বিষয়ে পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই বলেন, ‘মহম্মদ উসমান ভারতেই আল–কায়দা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল। উসমানের একজন সহযোগী, মৌলানা আসিম উমর ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এবার খবর এল লাহোরের জেলে বন্দি মহম্মদ উসমান। তদন্ত এখন চলছে। আর কেমন করে পারিস্তানে সে গেল সেটা খোঁজ নেওয়া হচ্ছে। উসমানের কানেকশনও খতিয়ে দেখা হচ্ছে।’