সাম্প্রতিক কালে ভারতের অন্যতম বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে ইজরায়েল। এদিকে ঐতিহাসিক ভাবে প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিকে সমর্থন করে এসেছে ভারত। এই পরিস্থিতিতে বর্তমানে চলতে থাকা ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে কোনও পক্ষ না নিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার পথেই হাঁটল ভারত। এদিন ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে বিশেষ বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিল। সেখানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তী।
এদিন বৈঠকে তিরুমূর্তি দুই তরফের হিংসার নিন্দা জানিয়ে বলেন, 'ইজরায়েলের সাধারণ নিগরিককে লক্ষ্য করে গাজা থেকে নির্বিচারে রকেট ছোঁড়া হচ্ছে। এর আমরা নিন্দা করি, এবং গাজায় প্রতিশোধমূলক হামলার ফলে প্রচুর দুর্ভোগ হয়েছে এবং এর ফলে নারী ও শিশুসহ অনেকে নিহত হয়েছেন।'
এরপর তিরুমূর্তি আরও বলেন, 'ইজরায়েলের দিকে উড়ে আসা এক রকেটে ভারতও তাদের এক নাগরিককে হারিয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করছি। তিনি ছাড়া আরও যেসকল মানুষ এই হিংসা, প্রোরচণা এবং ধ্বংসের জেরে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।'
উল্লেখ্য, ইজরায়েলের পরপর এয়ারস্ট্রাইকের জেরে গাজা ভূখণ্ডে ঘরছাড়া বহু প্যালেস্তাইনবাসী। সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত তাদের অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইন। মৃতদের মধ্যে ৪১ জন শিশু। ইজরায়েল বলেছে, তাদের ২ শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে।