G20 Digital Minister’s Meet-এ ঘুরিয়ে অ্যাপ ব্যান নিয়ে চিনের সামনেই ভারতের অবস্থান স্পষ্ট করলেন রবিশংকর প্রসাদ। তিনি বললেন ডিজিটাল প্ল্যাটফর্মদের সংবেদনশীল, দায়ত্বিশীল হতে হবে সার্বভৌম্য দেশের সমস্যার প্রতি। বিশেষত যেখানে নিরাপত্তা, গোপনীয়তা ও প্রতিরক্ষার ইস্যু এসে যায়।
আইটি মন্ত্রী রবিশংকর প্রসাদ যে বহু দেশে যে সব প্ল্যাটফর্মরা আছে তাদের বিশ্বাসী, সুরক্ষিত ও নিরাপদ হতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিরক্ষা ও সুরক্ষা সম্পর্কিত যে সব চিন্তা আছে তার প্রতি সচেতন ও সংবেদনশীস হতে হবে। এই জি-২০ ডিজিটাল সামিটে চিনের মিআও উই-ও উপস্থিত ছিলেন।
হালে চিনের সঙ্গে গালওয়ানে সংঘর্ষের পর ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে দেয় ভারত। এর মধ্যে টিকটক, ক্যামস্ক্যানারের মতো জনপ্রিয় অ্যাপও আছে।
রবিশংকর প্রসাদ বলেন যে দেশের ডেটা সেই দেশেই সেটা থাকা উচিত গোপনীয়তা সংক্রান্ত প্রশ্নের দরুন। ভারতে ডেটা নিরাপত্তা সংক্রান্ত সুঠাম আইন বানানোর চেষ্টা করছে বলেও তিনি জানান।
কিভাবে কোভিড মোকাবিলায় আরোগ্য সেতু ইত্যাদির ব্যবহার হচ্ছে, গরীবদের টাকা পাঠাতেও তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেটাও জানান রবিশংকর প্রসাদ।