আচমকাই বৃষ্টিপাতে ঘাটতি গোটা দেশে। মঙ্গলবার স্বাভাবিকের থেকে প্রায় ৬০ শতাংশ বৃষ্টিপাতে ঘাটতি হয়েছে গোটা দেশে। এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। ব্রেক মনসুন পিরিয়ডের জেরেই এই পরিস্থিতি, জানিয়েছে আবহাওয়া দফতর। সোম ও মঙ্গলবার মিলিয়ে এই ঘাটতির পরিমাণ প্রায় ৪৩ শতাংশ। কিন্তু ভরা বর্ষার মাঝে কেন আচমকাই ঘাটতি দেখা দিচ্ছে বৃষ্টিতে? আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত সপ্তাহ থেকেই দুর্বল হতে শুরু করে। এটাকে মৌসুমি বায়ুর বিরতির সময়কালও বলা যেতে পারে। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের সেক্রেটারি এম রাজীবন জানিয়েছেন, ‘আগামী ৫ই জুন পর্যন্ত মৌসুমী বায়ুর এই দুর্বলতা বা বিরতি পর্বটা চলবে। এটা মৌসুমী বায়ুর সক্রিয় হওয়ার আগের একটা অংশ বলা যেতে পারে।’
কিন্তু কখন মৌসুমী বায়ুর এই বিরতির পর্ব চলে? আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, গোটা দেশে যখন মৌসুমী বায়ু ছড়িয়ে পড়ে তখন মাঝেমধ্যে এই বিরতি পর্ব হতে পারে। আইএমডির আধিকারিক ওপি শ্রীজিত বলেন, ‘এই ব্রেক মনসুন পিরিয়ডের সময় উত্তরপূর্ব ভারতে সীমিত বৃষ্টি হয়।’ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগামী ৫ই জুলাই পর্যন্ত এই পর্ব চলবে। তবে এটির দিনক্ষণ একেবারে নির্দিষ্ট করে বলা যাবে না। ১০ই জুলাইয়ের আগে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে এমন ইঙ্গিতও পাওয়া যায়নি। নিম্নচাপ কেন্দ্র তৈরি হলে মৌসুমী বায়ুর অগ্রগতি বৃদ্ধি পায়। তবে অন্য়ান্য ফ্যাক্টও এক্ষেত্রে কাজ করে।