ভারতে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ ঘটনার হদিশ মিলল। কার্যত, ভারতে প্রথম মাঙ্কিপক্সের প্রথম আক্রান্তের ঘটনা হিসাবে এই কেস-কে দেখা হচ্ছে। কেন্দ্রের তরফে দেশে এই মাঙ্কিপক্সের ঘটনার কথা জানিয়ে, সাফ বলা হয়েছে, এটি সফর-সংক্রান্ত একটি সংক্রমণ। বর্তমানে হু- যে ‘জনস্বাস্থ্য জরুরী অবস্থা’ ঘোষণা করেছে, এই কেসটি তার অংশ নয় বলে জানিয়েছে কেন্দ্র।
যে মাঙ্কিপক্সের হদিশ মিলেছে, তা ‘ওয়েস্ট আফ্রিকান ক্ল্যাড ২’ এর অংশ। জানা যাচ্ছে, যে ব্যক্তির শরীরে এই নমুনা পাওয়া গিয়েছে, তিনি মাঙ্কিপক্সে জেরবার হওয়া একটি দেশ থেকে ভারতে সফর করছিলেন। মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ পেতেই সেই আক্রান্তকে আলাদা করে ‘আইসোলেশন’ এ রাখা হয়েছে। জানা গিয়েছে, ওই রোগী আপাতত স্থিতিশীল। তাঁর শরীরে আপাতত কোনও ‘সহরুগ্নতা’ বা ‘কোমর্বিডিটি’র সন্ধান পাওয়া যায়নি। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে এই রোগীর হদিশ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, মাঙ্কি পক্সের ক্ল্যাড ১ -কে ঘিরে রয়েছে আশঙ্কা, জারি রয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-র সতর্কতা।
উল্লেখ্য, মাঙ্কিপক্স নিয়ে বেশ কয়েকদিন ধরে সতর্ক রয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রাজ্যগুলিকে জনস্বাস্থ্য প্রস্তুতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, কঙ্গোতে হু হু করে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এছাড়াও পূর্ব আফ্রিকার বেশ কিছু দেশ, যেমন বুরুন্ডি, উগান্ডা, রওয়ান্দা, কেনিয়ার মতো দেশে এই রোগের সংক্রমণ বাড়ছে।
উপসর্গ
মাঙ্কিপক্সের খুব সাধারণ উপসর্গ হল, ব়্যাশ। এছাড়াও জ্বর মাঙ্কিপক্সের আরও একটি উপসর্গ। এছাড়াও রয়েছে, গলা ব্যথা, মাথা ব্যথা, পেশির ব্যথা, পিঠের ব্যথা, ক্লান্তি, গলার লিম্ফনোড ফুলে যাওয়া। বলা হচ্ছে, সংক্রমিত হওয়ার এক সপ্তাহের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা যায়। অনেকের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার ২১ দিনে দেখা যায় এই উপসর্গগুলি। উপসর্গ দেখা দিলে তা ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত থাকে। তবে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষংতা কম, তাঁদের এই উপসর্গ অনেকদিন পর্যন্ত থাকে। তবে ব়্যাশই হল এই রোগের প্রথম উপসর্গ। সেটি দেখা দিলেই সাবধান হওয়ার কথা বলা হচ্ছে।