বাংলা নিউজ > ঘরে বাইরে > কাশ্মীর নিয়ে UNGA-র 'তুর্কি' প্রেসিডেন্টের মন্তব্য অযৌক্তিক, কড়া জবাব ভারতের

কাশ্মীর নিয়ে UNGA-র 'তুর্কি' প্রেসিডেন্টের মন্তব্য অযৌক্তিক, কড়া জবাব ভারতের

শ্রীনগর (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস)

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের মন্তব্যের বিরোধিতায় সরব ভারত।

রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট বৃহস্পতিবারই কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কাশ্মীর নিয়ে আরও বেশি জোর গলায় সরব হওয়া উচিত পাকিস্তানের। জম্ম ও কাশ্মীরের স্টেটাস যাতে বদল না হয়, তার জন্য সব পক্ষকেই পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এর জবাবে এবার ভারত বলল, কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের মন্তব্য অযৌক্তিক এবং দুঃখজনক।

ভোলকানের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'পাকিস্তানে সফরকালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ভোলকান বজকিরের কাশ্মীর নিয়ে করা এই অযৌক্তিক মন্তব্যের তীব্র বিরোধিতা করছি আমরা। ভোলকান বলেছেন যে পাকিস্তানের উচিত কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘে উত্থাপন করা, এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।'

এর আগে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে প্যালেস্তাইনের তুলনা টেনেছিলেন ভোলকান। যা ভালো চোখে দেখেনি ভারত। ইসলামাবাদে পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে এক বৈঠকের পরে কাশ্মীর নিয়ে এহেন আলটপকা মন্তব্য করে বসেন ভোলকান বজকির। রাষ্ট্রসংঘের এই পদে বসার আগে বজকির তুর্কি কূটনীতিবিদ ছিলেন। ইসলামাবাদে বজকির পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করেন। উল্লেখ্য, সাম্প্রতিক কালে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছে পাকিস্তান। যার জেরে সৌদি নেতৃত্বাধীন ওআইসি-তে কিছুটা গুরুত্ব কমেছে পাকিস্তানের। মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে ইসলামাবাদের।

ভোলকান বজকির বলেন, 'রষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির নিরপেক্ষ প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করিয়ে দিতে চাই কাশ্মীর ইস্যুটি রাষ্ট্রসংঘের চার্টারের দ্বারা পরিচালিত। ভরত ও পাকিস্তান ১৯৭২ সালে শিমলা চুক্তি সে কথা মেনে নিয়েছে।'

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে ভারত জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা দেয়। যা নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। যদিও ভারত এই বিষয়টিকে নিজেদের অভ্যন্তরীণ ইস্যু বলে দাবি করে এসেছে।

পরবর্তী খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.