লন্ডনে ভারতীয় হাইকমিশনে খলিস্তানি তাণ্ডবের জন্য ভারত বাণিজ্য চুক্তির আলোচনা থেকে সরে এসেছে বলে যে দাবি করা হয়েছিল, তা খারিজ করে দিল দিল্লি। ভারতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন।
একটি ব্রিটিশ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, লন্ডনে ভারতীয় হাইকমিশনে খলিস্তানি তাণ্ডব রুখতে পারেনি। তার মাশুল গুনতে হচ্ছে ব্রিটেনকে। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছিল, তা থেকে আপাতত সরে আসছে ভারত। ব্রিটিশ সরকারের সূত্র উদ্ধৃত করে দ্য টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, যতদিন না প্রকাশ্যে ব্রিটেনের শিখ 'চরমপন্থীদের' (খলিস্তানি) তীব্র নিন্দা করা হচ্ছে, ততক্ষণ বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে চায় না ভারত। সেইসঙ্গে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গত ১৯ মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনে খলিস্তানি তাণ্ডবের বিষয়টি নির্দিষ্টভাবে উল্লেখও করতে হবে ব্রিটেনকে। যে ঘটনাকে ব্রিটেনের সুরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছে ভারত।
লন্ডনে ভারতীয় হাইকমিশনে কী হয়েছিল?
খলিস্তানি-পন্থী নেতা এবং 'উগ্রপন্থী' অমৃতপাল সিং এবং তার সহযোগীদের ধরতে যে অভিযান শুরু করেছে ভারত, তার প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়। হাইকমিশনের বারান্দায় উঠে ভারতের জাতীয় পতাকা ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এক বিক্ষোভকারী। দৌড়ে এসে হাইকমিশনের এক ভারতীয় কর্তা তেরঙার অবমাননা রুখে দেন। পালটা ওই বিক্ষোভকারী যে খলিস্তানি পতাকা লাগানোর চেষ্টা করছিল, তা ছুড়ে ফেলে দেন। সেই ঘটনার পরই ভারতে নিযুক্ত ব্রিটিশন ডেপুটি হাইকমিশনারকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন: তেরঙা ছুড়ে ফেলার চেষ্টা, দৌড়ে বাঁচালেন ভারতীয় কর্তা, ফেললেন খলিস্তানি পতাকা
সেই ঘটনার জেরে এবার ভারত কড়া পদক্ষেপ করা হচ্ছে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তারপরই নড়েচড়ে বসেছে ব্রিটেনের সরকার। সূত্র উদ্ধৃত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, যাতে ফের ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু করা যায়, সেজন্য ব্রিটেনের খলিস্তানি নেতা এবং গোষ্ঠীকে ধরপাকড় করতে চাইছে লন্ডন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়, করোনাভাইরাসের ধাক্কা বেসামাল হয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির দিকে চাতকপাখির মতো হাঁ করে তাকিয়ে আছে ব্রিটেন। সেই চুক্তি যদি কোনওভাবে ভেস্তে যায়, তাহলে মাথায় হাত পড়ে যাবে ঋষি সুনকদের।
উল্লেখ্য, গত মাসের একেবারে শেষলগ্নে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আশ্বাস দেন যে ‘ভালোভাবে এগিয়ে যাচ্ছে ভারত-ব্রিটেনের বাণিজ্য চুক্তি’। যখন তিনি সেই কথা বলেছিলেন, তার কয়েকদিন আগেই লন্ডনে ভারতীয় হাইকমিশনের তাণ্ডব চালিয়েছিল খলিস্তানি গোষ্ঠী।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)