বাংলা নিউজ > ঘরে বাইরে > চার মিসাইল,২ লেজার বোমা-পাকিস্তানের ৪ চিনা ড্রোনে ভারতের জবাব হতে পারে ‘শিকারি’

চার মিসাইল,২ লেজার বোমা-পাকিস্তানের ৪ চিনা ড্রোনে ভারতের জবাব হতে পারে ‘শিকারি’

প্রিডেটর-বি ড্রোন (ছবি সৌজন্য টুইটার)

এমকিউ-৯ রিপার নামে পরিচিত সেই ড্রোনের ক্ষমতা ইতিমধ্যে ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় প্রমাণিত হয়েছে।

শিশির গুপ্ত

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে বিবাদ অব্যাহত। তারইমধ্যে পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিতে চলেছে চিন। এই অবস্থায় প্রিডেটর-বি ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে ফের কথাবার্তা শুরু করল ভারত।

বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, চিন-পাকিস্তান ইকোনমিক করিডর এবং দক্ষিণ-পশ্চিম বালুচিস্তান প্রদেশের গদর বন্দরে চিনা নৌবাহিনীর নয়া ঘাঁটির সুরক্ষার জন্য সেই ড্রোনগুলি ইমরান খান প্রশাসনের হাতে দেবে বেজিং। যৌথভাবে চিন এবং পাকিস্তান উইং লুং ২-এর সামরিক ভার্সন ৪৮ জিজে-২ ড্রোন তৈরির পরিকল্পনার মধ্যেই নয়া দুটি সিস্টেমের (প্রতিটি সিস্টেমে দুটি ড্রোন এবং একটি ড্রোন স্টেশন আছে) খবর সামনে এসেছে।

শত্রুপক্ষের ঘাঁটির কাছে গিয়ে পরিদর্শন চালানো এবং হামলা চালাতে সক্ষম উইং লুং ২ ড্রোনগুলি ইতিমধ্যে একাধিক এশিয়া এবং পশ্চিম এশিয়ার দেশে বিক্রি করেছে। তার ফলে বর্তমানে বিশ্বে সশস্ত্র ড্রোনর সবথেকে বেশি রফতানি করেছে বেজিং। 'স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট'-এর (সিপ্রি) রিপোর্ট অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আবর, আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ প্রায় ১২ টি দেশে ১৬৩ টি ‘আনম্যানড এরিয়াল ভেহিকেল’ বিক্রি করেছে চিন।

সূত্রের খবর, হামলা চালাতে সক্ষম চিনা ড্রোনে ১২ টি এয়ার-টু-সারফেস মিসাইল আছে। সেগুলি ত্রিপোলিতে তুরস্ক সমর্থিত সরকারের বিরুদ্ধে সেই ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরশাহি সমর্থিত গোষ্ঠী। তবে তাতে তেমন সাফল্য মেলেনি। গত দু'মাসে লিবিয়ায় চারটি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলে খবর। তবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমেরিকার তরফে যেভাবে কড়া মূল্যায়ন করা হয়, চিনের ক্ষেত্রে অবশ্যই সে সবের বালাই নেই।

এই পরিস্থিতিতে মাঝারি উচ্চতায় বেশি ক্ষমতাশালী অস্ত্র সজ্জিত প্রিডেটর-বি ড্রোন কেনার ক্ষেত্রে আবারও নতুন করে উদ্যোগী হচ্ছে ভারত। সেই ড্রোন শুধুমাত্র নজরদারির মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে না, একইসঙ্গে টার্গেট খুঁজে বের করে মিসাইল বা লেজার বোমা দিয়ে সেটিকে ধ্বংস করে দেয়।

অস্ত্রহীন ড্রোনের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী। কিন্তু জাতীয় সুরক্ষা পরিকল্পনার সঙ্গে যুক্ত আধিকারিকদের মতে, বেশি দামের কারণে নজরদারি এবং আক্রমণ চালানোর জন্য দুটি পৃথক ড্রোনের পরিবর্তে একটি ড্রোনই ভালো। যাতে দুটি কাজই একসঙ্গে করা যাবে। এমকিউ-৯ রিপার নামে পরিচিত সেই ড্রোনের ক্ষমতা ইতিমধ্যে ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় প্রমাণিত হয়েছে। ড্রোনে চারটি হেল-ফায়ার মিসাইল এবং দুটি ৫০০ পাউন্ডের লেজার-গাইডেড বোমা বহনের ক্ষমতা রয়েছে।

ভবিষ্যতের জন্য নয়াদিল্লির বাইরে একটি বেসরকারি সংস্থা মাঝারি উচ্চতায় বেশি ক্ষমতাশালী ড্রোন তৈরি করছে। তবে দেশের মধ্যে সশস্ত্র ড্রোন হাতে আসার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। চলতি বছরের মধ্যে রুস্তম ড্রোনের প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

ঘরে বাইরে খবর

Latest News

হোলির আগেই শনির উদয়, এই ৩ রাশির ভাগ্য হবে উজ্জ্বল! বাড়বে আয়, হবে আর্থিক লাভ সোহম-পরীমনির ছবিতে এবার মধুমিতা, তবে কি থ্রিলারেও থাকবে ত্রিকোণ প্রেমের ছোঁয়া? ভারতে ঘটে যাওয়া ঘুষকাণ্ডে মার্কিন তদন্তের মুখে গৌতম? মুখ খুলল আদানি গোষ্ঠী ‘যারা কমেন্টে ড্যাশ ড্যাশ…’! CCL জিতে কলকাতায় পা, যিশুকে নিয়ে কী হুমকি সৌরভের? ‘সব শেষ হয়ে গেল’‌, গার্ডেনরিচ থেকে মুর্শিদাবাদে ফেরা হল না ছেলের, কাঁদছেন বাবা মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল 'দেড় কোটি নয়, ৩-৬ লাখ আবেদন করবেন CAA-তে', দাবি মুখ্যমন্ত্রীর, অভিযোগ NRC নিয়ে ট্রেনিং সেশনে বিরাট কোহলির নতুন অবতার, ম্য়াক্সওয়েলেরে সঙ্গে ফুটবলে মাতলেন বিরাট ‘কচি বউ’কে নিয়ে মজে কাঞ্চন, আচমকাই সাদা থানে সামনে এলেন পিঙ্কি! কীসের খোঁজে? রোজ চিকেন খেলে কী হয় জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.