বাংলা নিউজ > ঘরে বাইরে > Sri Lanka Presidentaial Election: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করেনি ভারত! রনিল নির্বাচিত হতেই বার্তা দিল্লির

Sri Lanka Presidentaial Election: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন প্রভাবিত করেনি ভারত! রনিল নির্বাচিত হতেই বার্তা দিল্লির

 রনিল বিক্রমাসংঘে। REUTERS/ Dinuka Liyanawatte (REUTERS)

বর্তমানে শ্রীলঙ্কা সেদেশের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে খারাপ পরিস্থিতি পরিলক্ষিত করছে। তারই মধ্যে ভারত ৩.৮ বিলিয়নের মার্কিন ডলারের আর্থিক সাহায্য ভারত করেছে শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কার ৬ বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে সেদেশের রাষ্ট্রপতির তখতে বসা ভারতের তরফে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারত শ্রীলঙ্কাকে বিভিন্ন রকমের সাহায্য করে যাচ্ছে।

শ্রীলঙ্কার সাংসদদের দ্বারা সেদেশের রাষ্ট্রপতি পদে বুধবার নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংঘে। এর আগে তিনি আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধামন্ত্রী ছিলেন। তবে হাল ফেরাতে না পারায় জনরোষ তাঁর ওপরে যায়। পদ থেকে ইস্তফা দেন রনিল। রনিলের বিপক্ষে এদিন ছিলেন দুল্লুস আলাহাপ্পারুমা। আলাহাপ্পেরুমার সংগ্রহে যায় ৮২ টি ভোট। রনিলের পক্ষে যায় ১৩৪ টি ভোট। এদিকে, বহু দিক থেকে অভিযোগ আসছিল যে ভারতের তরফে শ্রীলঙ্কার এই রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। যে অভিযোগ নস্যাৎ করে দিল্লি জানিয়েছে,'কিছু ভিত্তিহীন জল্পনামূলক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ভারত প্রভাবিত করছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন। আমরা এই তথ্য নস্যাৎ করছি।' এমনই বক্তব্য এসেছে ভারতের দূতাবাসের টুইট থেকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে 'ফিনালে'তে ঋষি বনাম লিজ! শুরু অপেক্ষার পালা

উল্লেখ্য, বর্তমানে শ্রীলঙ্কা সেদেশের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে খারাপ পরিস্থিতি পরিলক্ষিত করছে। তারই মধ্যে ভারত ৩.৮ বিলিয়নের মার্কিন ডলারের আর্থিক সাহায্য ভারত করেছে শ্রীলঙ্কাকে। ভারত বলছে, 'শ্রীলঙ্কার ঘনিষ্ঠ বন্ধু, প্রতিবেশী ও আরও একটি গণাতান্ত্রিক দেশ হিসাবে আমরা আমাদের সমর্থন শ্রীলঙ্কার স্থিতিশীলতা ও আর্থিক উন্নয়নের প্রতি যোগাব। এটি চলবে বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান, ও সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে।'

বন্ধ করুন