টানা সাতদিন ভারতে নয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০,০০০-এর নীচে থাকল। কিন্তু সার্বিকভাবে দেশে আক্রান্ত সংখ্যা এক কোটি ছাড়িয়ে পড়ল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। রবিবার সকাল আটটা পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০,০৩১,২২৩। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৬,৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার ফলে শেষ এক সপ্তাহে ভারতে দৈনিক নয়া সংক্রমিতের সংখ্যা ৩০,০০০-র গণ্ডির নীচে আছে।
একইসঙ্গে দেশে সক্রিয় আক্রান্তের বোঝাও ক্রমশ কমছে। আপাতত দেশে সক্রিয় আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৩.০৪ শতাংশ। তার মধ্যে ৩৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০,০০০-এর নীচে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার নয়া আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি ছিল। সেই ধারা বজায় থাকায় ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় ৩,৪০৭ কমে সেই সংখ্যাটা বর্তমানে দাঁড়িয়েছে ৩০৫,৩৪৪। প্রতি ১০ লাখ জনসংখ্যায় ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২৩। যা বিশ্বে অন্যতম কম বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আমেরিকায় সেই সংখ্যাটা ২১,৬১২।
গত ২৪ ঘণ্টায় আবার ২৯,৬৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৯,৫৯০,৪০২ (৯৫.৫১ শতাংশ)। সার্বিকভাবে দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৪৫,৫৭৭ জনের (১.৪৫ শতাংশ)। শেষ ২৪ ঘণ্টায় ৩৪১ জনের প্রাণহানি হয়েছে।
একইভাবে ভারতে কমেছে সংক্রমণের হার। বর্তমানে দেশে সংক্রমণের হার ৬.২৫ শতাংশে দাঁড়িয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা-সহ ১৫ টি রাজ্যে সংক্রমণ হারের জাতীয় গড়ের তুলনায় কম।