দৈনিক সংক্রমিতের সংখ্যা আবারও ৯০,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গেল। তার জেরে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ লাখ পার করল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে ৯০,১২৩ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। তার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০২০,৩৬০। গত ৫ সেপ্টেম্বর ভারতে মোট কেসের সংখ্যা ৪০ লাখের গণ্ডি (মোট আক্রান্ত ৪,০২৩,১৭৯) পার করেছিল। অর্থাৎ মাত্র ১১ দিনে সেই সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছাতে ১৩ দিন সময় লেগেছিল।
গত ১১ দিনে ভারতে ১২,৫০৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১,২৯০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২,০৬৬। অর্থাৎ মোট আক্রান্তের নিরিখে মৃত্যুর হার ঠেকেছে ১.৬৩ শতাংশে। যা বিশ্বের সর্বনিম্ন বলে জানিয়েছে কেন্দ্র।
একইভাবে সুস্থতার পরিসংখ্যান নিয়েও খানিকটা আশ্বস্ত স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় ৮২,৯৬১ জন সেরে ওঠার ফলে করোনা যুদ্ধ জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৪২,৩৬০। অর্থাৎ দেশে সুস্থতার হার হয়েছে ৭৮.২৩ শতাংশ। অন্যদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৫,৯৩৩। গত ২৪ ঘণ্টায় সেই সংথ্যাটা বেড়েছে ৫,৮৭২। আপাতত ভারতে সক্রিয় আক্রান্তের হার ১৯.৮৪ শতাংশ।