এমনিতে মাসদেড়েক ধরে দেশে সংক্রমণের হার ক্রমশ কমছে। পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় গত মাসে নয়া আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ শতাংশ পড়েছে। জানুয়ারি থেকে মহামারী শুরুর পর থেকে এই প্রথম কোনও মাসে সেই সংখ্যাটা কমল। এতদিন প্রতি মাসেই আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছিল।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে নয়া আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। সেই প্রবণতা অক্টোবরেও বজায় ছিল। সেই মাসে ১৮.৩ লাখের মতো নয়া আক্রান্তের হদিশ মিলেছে। সেপ্টেম্বরে ২৬.২ লাখ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকী অগস্টে আক্রান্তের সংখ্যা ১৯.৯ লাখ ছিল।
সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে আছে কেন্দ্রও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১৮৪,০৮২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬,৯৬৩ জন। সেখানে সুস্থ রোগীর সংখ্যা ৭,৪১৯,৫১৩-তে পৌঁছে গিয়েছে (৯১.৫৪ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় ৫৮,৬৮৪ জন করোনা-যুদ্ধে জয়ী হয়েছেন। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৭০,৪৫৮ দাঁড়িয়েছে। যা শতাংশের বিচারে ৬.৯৭।
নয়া আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমশ কমছে। সেপ্টেম্বরে ৩৩,২৫৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। অক্টোবরে সেই সংখ্যাটা ২৩,৫০০-র কাছাকাছি ঠেকেছে। অগস্টে মৃত্যু হয়েছিল প্রায় ২৮,৯০০ জনের। সেই নিম্নমুখী ধারা বজায় রেখে গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৫০০-র নীচে আছে। তার মধ্যে ১০ টি রাজ্য থেকেই আবার ৭৮ শতাংশের মতো মৃত্যুর খবর মিলেছে। সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িযেছে ১২২,১১১। যা শতাংশের বিচারে ১.৪৯। তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও।