এক মাসের ভিতরে ভারতে দশ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হলেন করোনায়। এখনও পর্যন্ত দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১৫৩১৬৯৯। এর মধ্যে মারা গিয়েছেন ৩৪১৯৩ জন।
বুধবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৫১৩। মারা গিয়েছেন ৭৬৮জন করোনা আক্রান্ত অবস্থায়। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩৫২৮৬ জন এক দিনে। এখনও পর্যন্ত করোনা মুক্ত ৯৮৮০২৯ জন।
এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৪.৫০ শতাংশ মানুষ। এই নিয়ে লাগাতার ছয় দিন ৩০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠলেন। এই মুহূর্তে ২.২৫ শতাংশ মানুষ করোনায় মারা যাচ্ছেন। এটিকে আরো কমানোই এখন কেন্দ্রের টার্গেট।
এই মুহূর্তে দিল্লি, মুম্বই ও চেন্নাইতে কেস কিছুটা কমেছে। কিন্তু নতুন হটস্পট হিসাবে উঠে আসছে কর্নাটক ও অন্ধ্র প্রদেশ। চিন্তায় রাখছে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। অধিকাংশ রাজ্যই আংশিক লকডাউনের পথে যাচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১.৭ কোটি করোনা আক্রান্ত। এর মধ্যে মারা গিয়েছেন ৬.৫৯ লক্ষ মানুষ।