উৎসবের মরশুমের প্রভাব কি দেশে পড়ছে? তা এখনই স্পষ্ট না হলেও টানা ১০ দিন পর ভারতে নয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবারও ৫০,০০০ ছাড়িয়ে গেল। তবে সুস্থ রোগীর সংখ্যা বেশি হওয়ার সক্রিয় আক্রান্তের সংখ্যা কমল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩৬৪,০৮৬। তার মধ্যে গত ঘণ্টায় ৫০,২১০ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। শেষবার গত ২৫ অক্টোবর দেশে নয়া আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পার করেছিল। সেদিন ৫০,২১৯ জন নয়া আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তারপর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা মূলত ৪০,০০০ হাজারের গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করেছে। ৩০,০০০-এর ঘরেও নেমে গিয়েছিল। মঙ্গলবার নয়া আক্রান্তের সংখ্যা ছিল ৩৮,৩১০। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছিল ৪৬,২৫৩।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও অবশ্য সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫,৮২৫ কমেছে। কারণ গত ২৪ ঘণ্টায় ৫৫, ৩৩১ জন সেরে উঠেছেন। সবমিলিয়ে ৭, ৭১১,৮০৯ জন করোনা-মুক্ত হয়েছেন। যা শতাংশের বিচারে ৯২.২। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭,৯৬২। অর্থাৎ টানা সাতদিন দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছ'লাখের নীচে থাকছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২৭ টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০,০০০-এর কম। আর মোট সক্রিয় আক্রান্তের ৭৮ শতাংশ রয়েছে ১০ টি রাজ্যে। সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও।
এদিকে, দেশে মোট মৃতের সংখ্যা ১২৪,৩১৫ ঠেকেছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জনের মৃত্যু হয়েছে। শুধু মহারাষ্ট্রেই ৩০০ জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় বঙ্গে ৫৫ জনের মৃত্যু হয়েছে। তারপর আছে যথাক্রমে দিল্লি, ছত্তিশগড়, কর্নাটক, তামিলনাাড়ু, কেরালা, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পঞ্জাব। ওই ১০ রাজ্য থেকেই ৮০ শতাংশ মৃত্যুর খবর মিলেছে।