বাংলা নিউজ > ঘরে বাইরে > মাঝসমুদ্রে বিকল বাংলাদেশি ট্রলার ‘‌আল্লাহের দান’‌,২০ মৎস্যজীবীকে ফেরত পাঠাল ভারত

মাঝসমুদ্রে বিকল বাংলাদেশি ট্রলার ‘‌আল্লাহের দান’‌,২০ মৎস্যজীবীকে ফেরত পাঠাল ভারত

মাঝসমুদ্রে বিকল বাংলাদেশি ট্রলার ‘‌আল্লাহের দান’‌,২০ মৎস্যজীবীকে ফেরত পাঠাল ভারত

মাঝসমুদ্রে বিকল হয়ে যায় ট্রলার। বিপদে পড়ে যান বাংলাদেশের ২০ জন মৎস্যজীবী। সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মৎস্যজীবীদের উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের হাতে তুলে দিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

জানা গিয়েছে, মাঝসমুদ্রে বিকল হয়ে যায় ‘‌আল্লাহের দান’‌ নামে বাংলাদেশের একটি ট্রলার। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিপদে পড়ে যান মৎস্যজীবীরা। কোস্টগার্ডের তরফ থেকে বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের তরফে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হয়। রবিবার ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমায় সরোজিনী নাইডু জাহাজে মৎস্যজীবীদের দেশে পাঠানো হয়।

কিছুদিন আগে বাংলাদেশে ১০টি লঞ্চে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে বাংলাদেশ প্রশাসন জানতে পারে, লঞ্চের ইঞ্জিন ঘর থেকেই আগুন লেগেছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই ওই আগুন লেগেছিল। জানা গিয়েছে, লঞ্চের গতি বাড়ানোর জন্য নৌপরিবহণ মন্ত্রকের অনুমতি ছাড়াই উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন লাগানো হয়েছিল। পরে সেটি বিকল হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশি মৎস্যজীবীরা যে ট্রেকারে ছিলেন, সেটিও ইঞ্জিন বিকল হওয়ার কারণেই বন্ধ হয়ে গিয়েছিল।

বন্ধ করুন