বাংলা নিউজ > ঘরে বাইরে > পূর্ণ হল অঙ্গীকার, বাংলাদেশের পথে রওনা দিল ভারতে তৈরি ১০টি লোকোমোটিভ

পূর্ণ হল অঙ্গীকার, বাংলাদেশের পথে রওনা দিল ভারতে তৈরি ১০টি লোকোমোটিভ

সোমবার বাংলাদেশের হাতে এমনই ১০টি লোকোমোটিভ তুলে দিল ভারত সরকার।

কোভিড সংকটের মাঝেও দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রয়েছে।

করোনা সংকটের মাঝেও বজায় রইল সৌভ্রাতৃত্বের অঙ্গীকার। সোমবার বাংলাদেশের হাতে ১০টি লোকোমোটিভ তুলে দিল ভারতীয় রেল। 

এ দিন দশটি ব্রডগেজ লোকোমোটিভকে অনলাইনে সংকেত দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা করালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল বিদেশমন্ত্রী এস জয়শংকর। অন্য দিকে, বাংলাদেশের তরফে অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে দেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসাম সুজন এবং বিদেশমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শংকর ভারত ও বালাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের উল্লেখ করেন। কোভিড সংকটের মাঝেও দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এমন আরও বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ করার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। 

রেলমন্ত্রী পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক সংযোগ ও বাণিজ্যে রেলের তাৎপর্য সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে অঙ্গীকার করেছিলেন, আজ তা পরিপূর্ণ হল।’

ভারতীয় রেলের কর্তারা জানিয়েছেন, লোকোমোটিভগুলির কমপক্ষে ২৮ বছর কর্মক্ষম থাকবে। ঘণ্টায় ১২০ কিমি গতিবেগে ছোটার ক্ষমতা রয়েছে লোকোমোটিভগুলির।

পরবর্তী খবর

Latest News

পুজোর মধ্যে ঝটপট রেডি হবেন কীভাবে? শিখে নিন শাহরুখ কন্যার থেকে নবরাত্রির উপোস ভাঙার পর খান এই খাবারগুলি, চটজলদি তৈরি হবে এয়ার ফ্রায়ারে ফিশ চপ বা চিকেন পকোড়া নয়, অতিথিদের মন জয় করুন ভেটকি মাছের তন্দুরি দিয়ে মাছ-মাংস খান না, তবু 'ফুলকি' দিব্যাণী বলছেন রাধাকৃষ্ণ-তাঁর কাছে ঠিক ঈশ্বর নন নিভবে আলো, বন্ধ থাকবে মাইকিং; অভয়াকে স্মরণ করে 'নীরবতা' পালন হবে এই পুজোয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ধর্ষণের শিকার নার্স, অভিযুক্ত হোমিওপ্যাথ পুজোর মুখে হঠাৎ পূর্বাভাস বদল! ১৯ জেলায় সতর্কতা, কোথায় বৃষ্টি বাড়বে ষষ্ঠীতে? নবরাত্রির চতুর্থ দিনে কী বিশেষ ভোগ নিবেদনে প্রসন্ন হন মা কুষ্মাণ্ডা? জেনে নিন দুর্ভাগ্যের ছায়া থেকে মুক্তি পেতে নবরাত্রিতেই ঘর থেকে দূর করুন এই জিনিসগুলি চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে শারদীয়া নবরাত্রিতে করুন এই সহজ কাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.