করোনা সংক্রমণে মৃত্যুর নতুন একদিনের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় অতিমারীতে মারা গিয়েছেন ৫০৭ জন। আক্রান্তের সংখ্যা ৫.৮৫ লাখ ছাড়িয়ে গেল।
বুধবার সকালে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অ্যাক্টিভ করোনা রোগী আপাতত ২,২০,১১৪ জন, সংক্রমণ থেকে সেরে উঠেছেন এখনও পর্যন্ত ৩,৪৭,৯৭৮ জন এবং করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৬,৮৯৪ জনে। ইনঅ্যাক্টিভ মৃত্যুর সংখ্যা এক।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের খবর পাওয়া গিয়েছে ১৮,৬৫৩টি।
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে Covid-19 অতিমারীর বিরুদ্ধে আপসহীন অনুপ্রাণিত লড়াইয়ের জন্য চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশে সর্বোচ্চ কোভিড আক্রান্ত রোগী এখন দিল্লিতে। মঙ্গলবার রাজধানীতে নতুন করোনা রোগীর সংখ্যা মিলেছে ২,০৮৪ জন। এর জেরে দিল্লিতে মোট আক্রান্ত আপাতত ৮৫,১৬১ জন।
নয়াদিল্লি জেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইতে গোষ্ঠীভিত্তিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে উদ্যোগী হয়েছে দিল্লি মেডিক্যাল কাউন্সিল।
মহারাষ্ট্রে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ৭৭,১৯৭ জন।