বাংলা নিউজ > ঘরে বাইরে > ভরসা ভারতের তথ্যে,কোভিশিল্ডের ২ ডোজের ব্যবধান ১২ সপ্তাহ রাখার যুক্তি দিল কেন্দ্র

ভরসা ভারতের তথ্যে,কোভিশিল্ডের ২ ডোজের ব্যবধান ১২ সপ্তাহ রাখার যুক্তি দিল কেন্দ্র

কোভিশিল্ডের ২ ডোজের ব্যবধান কমাল ব্রিটেন,‘বৈজ্ঞানিক’ কারণে ১২ সপ্তাহ থাকছে ভারতে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সোমবার চল্লিশোর্ধ্বের ক্ষেত্রে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান কমিয়েছে ব্রিটেন।

সোমবার চল্লিশোর্ধ্বের ক্ষেত্রে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান কমিয়েছে ব্রিটেন। দিনকয়েক পরই ভারত সরকারের তরফে দাবি করা হল, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বৃদ্ধি করার বেশি কার্যকারিতার ‘বৈজ্ঞানিক প্রমাণ’ মিলেছিল। তার ভিত্তিতে দুটি ডোজের ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়েছে। 

কেন্দ্রের দাবি, টিকাকরণ শুরুর পর প্রথমদিকে ব্রিটেনে ১২ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ড দেওয়া হত। তখন ট্রায়ালের তথ্যের ভিত্তিতে চার সপ্তাহের ব্যবধানে টিকা দেওয়া হত ভারতে। পরে দেখা যায় যে আট সপ্তাহের ব্যবধানে বেশি কার্যকর হচ্ছে টিকা। তাই ব্যবধান বাড়িয়ে চার থেকে আট সপ্তাহ করা হয়। পরে তা আবারও বাড়ানো হয়।

বৃহস্পতিবার টিকাকরণ নিয়ে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপের চেয়ারম্যান এনকে অরোরা ডিডি নিউজে দাবি করেন, গত এপ্রিলের শেষ সপ্তাহে পাবলিক হেলফ ইংল্যান্ডের পরিসংখ্যানে দেখা যায় যে দুটি ডোজের ব্যবধান ১২ সপ্তাহের হলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার টিকার (ভারতে কোভিশিল্ড) কার্যকারিতা ৬৫ থেকে ৮৮ শতাংশে দাঁড়াচ্ছে। তার ভিত্তিতে করোনার ঢেউ থেকে রেহাই পেয়েছিল ইংল্যান্ড। যা আলফা প্রজাতির কারণে হয়েছিল। সেটা ভালো বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়। তারপর ‘মৌলিক বৈজ্ঞানিক কারণ’-এ কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়। তিনি বলেন, ‘আমরা কিছুটা শিথিলতা দিই। কারণ প্রত্যেকে একেবারে ১৩২ সপ্তাহে আসতে পারবেন না।’ সঙ্গে তিনি যোগ করেন, কোভিশিল্ডের সবথেকে বেশি ব্যবহারকারী ব্রিটেনের টিকাগ্রহীতাদের থেকে প্রাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছিল। তাই প্রথমেই ডোজের ব্যবধান বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়নি। কানাডা, শ্রীলঙ্কার মতো দেশেও কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান ১২ সপ্তাহে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

যদিও সোমবার ব্রিটেন যে নয়া তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে যে কোভিশিল্ডের দুটি ডোজ প্রাপকদের ক্ষেত্রে ৯২ শতাংশ সুরক্ষা মিলছে। একটি ডোজ প্রাপকদের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৭১ শতাংশে। তার জেরে সেদিনই চল্লিশোর্ধ্বের ক্ষেত্রে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান কমিয়েছে ব্রিটেন। ডেল্টা প্রজাতির করোনার ক্ষেত্রেও এক ডোজের থেকে দুটি ডোজ নেওয়ার ফলে বেশি সুরক্ষা মিলেছে। সেই তথ্য অনুযায়ী, ডেল্টা প্রজাতির ক্ষেত্রে একটি ডোজের কার্যকারিতা থাকছে ৩০ শতাংশ। দুটির ক্ষেত্রে তা দাঁড়াচ্ছে ৬৭ শতাংশ।

বিষয়টি নিয়ে টিকাকরণ নিয়ে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান জানান, বিদেশের তথ্যের উপর নজর রাখা হলেও দেশের মধ্যে যে তথ্য পাওয়া যাচ্ছে, তার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ‘উত্তর এবং দক্ষিণ ভারত থেকে ইতিমধ্যে আমাদের হাতে দুটি গবেষণার ফল আছে। একটি হল পিজিআই চণ্ডীগড়ের, অপরটি হল সিএমসি ভেল্লোরের। তাতে দেখা গিয়েছে যে ডেল্টা  (বি.১.৬১৭.২) এবং আলফা (বি.১.১.৭) প্রজাতির বিরুদ্ধে প্রায় একইরকম সুরক্ষা পাচ্ছেন কোভিশিল্ডের একটি ডোজ এবং দুটি ডোজ গ্রহণকারীরা।’ তিনি জানান, একটি ডোজ নিলে কার্যকারিতা দাঁড়াচ্ছে ৬১ শতাংশ। দুটি ডোজ নিলে তা বেড়ে দাঁড়াচ্ছে ৬৫ শতাংশ। সঙ্গে তাঁর আশ্বাস, কমিটি যদি জানান যে দুটি ডোজের কম ব্যবধানে বেশি সুরক্ষা মিলছে, তাহলে পুরো বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

ঘরে বাইরে খবর

Latest News

মণিপুরে ৪৭টি বুথে ফের ভোট চাইছে কংগ্রেস, অভিযোগটা কী? অযোগ্য মুক্তির আগেই প্রসেনজিতের উপর ক্ষুব্ধ ঋতুপর্ণা! কেন বললেন, ‘আমাদের দেখা…’ পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের গরমে শরীর আর্দ্র থাকবে, কমবে পেটের মেদ! ওজন কমাতে এভাবে বানান বার্লির জল ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার উত্তর কলকাতার মুরারিপুকুরে হেলে গিয়েছে বাড়ি, ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা তাপপ্রবাহের মধ্যেই সন্দেশখালির এগ্রাম থেকে ওগ্রাম ছুটে বেড়াচ্ছে CBI, কী হল আবার ছেলের বিয়ের চিন্তায় ঘুম উড়েছে মায়ের, সায়ন্তন বললেন, ‘প্রেম করছি, কিন্তু…’ সোনার দাম বৈশাখে বিয়ের মরশুমে হু হু করে নামল কলকাতায়! শনিতে রুপোও সস্তা

Latest IPL News

পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.