অগ্নি-৫ এর রাত্রিকালীন মহড়ায় বৃহস্পতিবার সফল হল ভারত। সূত্র বলছে এই মিসাইল অন্তত ৫০০০ কিমি দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষার সোর্স অনুসারে খবর সামনে এসেছে যে, দেশের সামরিকক্ষেত্রে উন্নত প্রযুক্তি কতটা কার্যকরী সেটা পরখ করে দেখা হয়েছে। আর তাতে পুরোপুরি সফল হয়েছে ভারত। এমনকী সূত্রের খবর, অগ্নি ৫ এর পাল্লাও প্রয়োজনে বৃদ্ধি করা সম্ভব। যদি প্রয়োজন হয় তবে সেটাও করবে ভারত।
মোটামুটি অগ্নি ৫ এর সিরিজে সব থেকে এগিয়ে থাকা মিসাইলগুলির মধ্যে অন্য়তম অগ্নি ৫। প্রায় ৫ হাজার কিমি দূরে আঘাত হানতে পারে এই মিসাইল। একেবারে শত্রুঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল। ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে সেটার মধ্যে পাল্লার দিক থেকে দেখলে অগ্নি ১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি ২ যেতে পারে ২০০০ কিমি দূরে। অগ্নি ৩ ও অগ্নি ৪ মিসাইল অন্তত ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম।
এদিকে কিছুদিন আগেই তাওয়াং সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছিল চিনা সেনা। তখনই দু দেশের সেনার মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে খবর। দুপক্ষের একাধিক সেনা এতে জখম হয়েছিলেন বলে খবর। তবে কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। এনিয়ে বিবৃতিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার মধ্যেই এবার অগ্নি ৫ এর পরীক্ষায় সফল হল ভারত।
এদিকে গত বছর ভারতের অগ্নি ৫ এর মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চিন। এটি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল। তবে কি সেই মিসাইলের সফল মহড়ায় ঘুম উড়েছিল চিনের?