বাংলা নিউজ > ঘরে বাইরে > অক্টোবরে ৩০ কোটি ডোজ মিলবে, করোনা টিকার বরাত নিয়ে সমালোচনার মুখে দাবি কেন্দ্রের

অক্টোবরে ৩০ কোটি ডোজ মিলবে, করোনা টিকার বরাত নিয়ে সমালোচনার মুখে দাবি কেন্দ্রের

অক্টোবরের মধ্যে ৩০ কোটি ডোজ, করোনা টিকার বরাত নিয়ে সমালোচনার মুখে দাবি কেন্দ্রের (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী অক্টোবরে ভারতের হাতে করোনাভাইরাস টিকার ৩০ কোটি ডোজ চলে আসবে। এমনটাই দাবি করলেন টিকাকরণ নিয়ে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপের (এনটিএজিআই) করোনা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরা। সেইসঙ্গে তাঁর আশা, ডিসেম্বরের মধ্যেই দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে দেশে ১৩.৫ কোটি ডোজ পাওয়া গিয়েছে। যে সংখ্যাটা ক্রমশ বাড়ানো হবে বলে দাবি করা হয়েছে। বুধবার অরোরা জানান, অগস্টে ভারতের হাতে ১৫ থেকে ১৮ কোটি ডোজ চলে আসবে। সেপ্টেম্বরে তা ২০ কোটি এবং অক্টোবরে ৩০ কোটির স্তরে পৌঁছে যাবে। তবে কোন কোন টিকা কতটা পাওয়া যাবে, সে বিষয়ে কিছু জানাননি অরোরা। তিনি শুধু বলেন, ‘আমাদের (ওই বর্ধিত পরিমাণ টিকা দেওয়ার) ক্ষমতা আছে। দেশের বিভিন্ন প্রান্তে ৭৫,০০০ টিকাকরণ কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে দৈনিক ১৫০ ডোজ প্রদান করা যেতে পারে। গ্রামীণ এলাকায় টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। চলতি মাস থেকে ৬০ শতাংশ ডোজ গ্রামীণ এলাকার জন্য ব্যবহার করা হচ্ছে।’

সেই বর্ধিত প্রতিষেধক হাতে আসার দাবির মধ্যেও কেন্দ্রের টিকানীতি নিয়ে সমালোচনা থামছে না। স্বাস্থ্য বিষয়ক অর্থনীতিবিদ রিজো এম জন তো সরাসরি টিকা কেনার ক্ষেত্রে কেন্দ্রের শম্বুক গতির মনোভাবের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ শতাংশ বরাতও দেওয়া হয়নি। এর থেকেই কতটা গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে, তা বোঝা যাচ্ছে।’ এমনিতেই সম্প্রতি রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্র জানিয়েছেন, এতদিন যত ডোজ টিকা নেওয়া হয়েছে, তার ৬৬ শতাংশের বরাতই দেওয়া হয়েছে চলতি মাসের মাঝামাঝি। গত ১৬ জুলাই এইচএলএল লাইফকেয়ারকে ৬৬ কোটি টিকার ডোজের বরাত দেওয়া হয়েছে। মে'র আগে ১৮.৬ কোটি ডোজের বরাত দিয়েছিল কেন্দ্র। তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরুর সময় আরও ১৬ কোটি ডোজের বরাত দেওয়া হয়েছিল।

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.