বাংলা নিউজ > ঘরে বাইরে > India vs Bharat Row: 'ইন্ডিয়া মানে ভারত, সংবিধানে আছে', বললেন জয়শংকর, নাম পালটানোর 'গুজব' ওড়ালেন সিং

India vs Bharat Row: 'ইন্ডিয়া মানে ভারত, সংবিধানে আছে', বললেন জয়শংকর, নাম পালটানোর 'গুজব' ওড়ালেন সিং

এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’- নাম নিয়ে তুমুল হইচই চলছে রাজনৈতিক মহলে। তারইমধ্যে বিরোধীদের আক্রমণ শানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বিরোধীদের কটাক্ষ করে তিনি পরামর্শ দিয়েছেন যে তাঁদের সংবিধান পড়ে দেখা উচিত।

‘ইন্ডিয়া’ মানেই ‘ভারত’। সেটা সংবিধানে উল্লেখ করা আছে। এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেইসঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে তাঁদের সংবিধান পড়ার জন্য ‘আহ্বান’ জানান তিনি। তারইমধ্যে ‘ইন্ডিয়া’ নাম পালটে দেশের নাম ‘ভারত’ করার পরিকল্পনা চলছে বলে যে আলোচনা হচ্ছে, তা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একটি সংবাদমাধ্যমে বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা (নাম পরিবর্তনের বিষয়টি) স্রেফ গুজব। আমি শুধু এটা জানি যে যাঁরা ভারত শব্দটায় আপত্তি জানাচ্ছেন, সেটার মধ্যে দিয়ে তাঁদের মানসিকতার প্রমাণ মিলছে।’

‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ নিয়ে জয়শংকর

সংবাদসংস্থা এএনআইয়ের একটি সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'ইন্ডিয়া হল ভারত। এটা সংবিধানেই আছে। সবাইকে সেটা (সংবিধান) পড়তে বলছি।' সঙ্গে তিনি বলেন, 'আমার মতে, যখন আপনি একটা মানসিকতা নিয়ে ভারত বলেন, তখন সেটার সঙ্গে একটা উপলব্ধি, ধারণা এবং অর্থ সামনে আসে। সেটাও আমাদের সংবিধানে ফুটে উঠেছে।'

আরও পড়ুন: ‘INDIA’ নয় ‘BHARAT’-এর জার্সি গায়ে নামা উচিত, জয় শাহকে আবেদন সেহওয়াগের

‘ইন্ডিয়া’-র নাম পালটে ‘ভারত’ করা নিয়ে অনুরাগ

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে অনুরাগ দাবি করেন, সংসদের বিশেষ অধিবেশনে যে ‘ইন্ডিয়া’-র নাম পালটে ‘ভারত’ করার জন্য বিশেষ প্রস্তাব করা হবে বলে যে আলোচনা চলছে, তা পুরোপুরি ভিত্তিহীন। কারণ সেটি পুরোপুরি গুজব। ‘ভারত’ নামের ‘বিরোধিতা’ করার জন্য বিরোধী নেতাদের আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: Market likely to crash if Modi loses: BJP লোকসভা ভোটে গোহারান হারলে ৪৩ হাজারে নামতে পারে BSE- Morgan Stanley

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুরাগ বলেন যে ‘আমি ভারত সরকারের মন্ত্রী। একাধিক সংবাদমাধ্যমের নামেও ভারত আছে। কেন কেউ ভারত নাম নিয়ে আপত্তি তুলবেন? ভারতের নাম নিয়ে কাদের অ্যালার্জি আছে? কারা ভারত নামের বিরোধিতা করছেন? ভারতের নাম আপনাদের এখন কষ্ট হচ্ছে? এইসব লোকজন হলেন তাঁরাই, যাঁরা দেশের নামে নিজেদের দলকে রাখেন এবং রাজনীতির সংকীর্ণ গণ্ডিতে আটকে আছেন। তাঁরা বিদেশের মাটি থেকে দেশের বদনাম করার চেষ্টা করেছেন।’

এমনিতে গত কয়েকদিন ধরে তুমুল জল্পনা চলছে যে ‘ইন্ডিয়া’-র নাম পালটে ‘ভারত’ করা হচ্ছে। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনের একটি আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরের ক্ষেত্রে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা দেখা গিয়েছে।

বন্ধ করুন