বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারত আবার ঘুরে দাঁড়াবে, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী

ভারত আবার ঘুরে দাঁড়াবে, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী  (MINT_PRINT)

সারা বিশ্বে যখন করোনা থাবা বসিয়েছিল, ভারত তখন প্রস্তুত ছিল, দাবি নরেন্দ্র মোদীর। 

করোনাভাইরাসের জেরে ন্যুব্জ ভারতীয় অর্থনীতি। সেই পরিস্থিতিকে অতিক্রম করে ভারত আবার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। সরকারের নীতির ফলেই এই বদল হবে বলে জানান তিনি। Confederation of Indian Industry’s (CII)-এর বার্ষিক সভার উদ্বোধনে এই কথা বলেন নরেন্দ্র মোদী। 

ভিডিও কনফারেন্সে মোদী বলেন যে করোনার ফলে ভারত কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু দেশের মানুষ ফের ঘুরে দাঁড়াচ্ছেন। অর্থনীতি কিছুটা হলেও গতি পেয়েছে, আরও বেশি করে সেটা তরান্বিত হবে জুন ৮ থেকে। ভারত নিশ্চিত ভাবেই ঘুরে দাঁড়াবে, বলেন মোদী। 

করোনায় এই মুহূর্তে প্রায় দুই লক্ষ ভারতীয় আক্রান্ত। সেই পরিস্থিতিতেও তিনি কেমন ভাবে এতটা আশাবাদী, সেটাও বলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে ভারতের ক্ষমতা ও ক্রাইসিস ম্যানেজমেন্টের ওপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে। ভারতে যে প্রতিভা ও প্রযুক্তি আছে, তিনি সেটির ওপর আস্থা রাখেন, বলেন মোদী। যে উদ্ভাবনী শক্তি ও বিচার-বিবেচনা আছে ভারতীয়দের, সেটির ওপরে বিশ্বাস আছে তাঁর। মোদী বলেন যে চাষী থেকে কুটির শিল্প হয়ে শিল্পপতি, প্রত্যেকের ক্ষমতার বিষয় তিনি অবহিত। 

মোদী দাবি করেন সারা বিশ্বে যখন করোনা থাবা বসাচ্ছিল, ভারত তৈরী ছিল। এই কারণেই আনলক ১ শুরু হয়েছে। লাইনচ্যূত অর্থনীতিকে সোজা পথে নিয়ে আসা সরকারের অন্যতম বড় কাজ, বলেন মোদী। 

প্রধানমন্ত্রী বলেন সারা বিশ্ব চাইছে এমন পার্টনার যে বিশ্বাসযোগ্য ও ভরসাযোগ্য হবে। ভারতে ক্ষমতা, শক্তি ও প্রতিভা আছে। মোদী বলেন যে সারা বিশ্বে ভারত যে আস্থা গড়ে তুলেছে, তার লাভ শিল্পপতিদেরও ওঠানো উচিত। 

সারা বিশ্বের সাপ্লাই চেইনে যদি ভারতকে বড় খেলোয়াড় হয়ে উঠতে হয়, তাহলে স্থানীয় জোগানোর ব্যবস্থাকে মজবুত করার ওপর জোর দেন মোদী।তিনি বলেন যে সিআইআই বড় ভূমিকা নিতে পারে এই কাজে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য পাঁচটি আই-এর ওপর জোর দেন তিনি। সেগুলি হল  intent, inclusion, investment, infrastructure and innovation. অর্থাত্ ইচ্ছাশক্তি, অন্তর্ভুক্তি লগ্নি, উদ্ভাবন ও পরিকাঠামো- এই পাঁচ সৌধের ওপরেই দাঁড়িয়ে আছে আত্মনির্ভর হওয়ার মূলমন্ত্র। 

ইতিমধ্যেই ২০ লক্ষ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ অর্থনীতির জন্য ঘোষণা করেছে কেন্দ্র, যার মধ্যে আছে বেশ কিছু বড় সংস্কারের প্রস্তাব। আনলক ১-এ তিন ধাপে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। 

 

ঘরে বাইরে খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.