বাংলা নিউজ > ঘরে বাইরে > India-China Meet: সম্পর্ক মেরামতির বৈঠকে ভারত-চিন, সরাসরি বিমান চালু নিয়েও কথা

India-China Meet: সম্পর্ক মেরামতির বৈঠকে ভারত-চিন, সরাসরি বিমান চালু নিয়েও কথা

সম্পর্ক মেরামতির বৈঠকে ভারত-চিন, সরাসরি বিমান চালু নিয়েও কথা (X/China_Amb_India)

ভারত ও চিনের মধ্য়ে সম্পর্ক মেরামতির চেষ্টা। ভারত ও চিনের মধ্য়ে সরাসরি বিমান চালানো নিয়েও হল কথাবার্তা।

রেজাউল এইচ লস্কর

ভারত ও চিন বুধবার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসাবে সরাসরি ফ্লাইট ফের চালু করা, মিডিয়ার সাথে যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বার্ষিকী উদযাপনসহ জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।  

সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের (ডব্লিউএমসিসি) বৈঠকের একদিন পর বেজিংয়ে বিদেশ মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় উভয় পক্ষ এই চুক্তিতে পৌঁছেছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার লাদাখ সেক্টরে সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে গত অক্টোবরে সমঝোতার পর নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার অংশ ছিল এই বৈঠক। এই সমঝোতার দু'দিন পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি জি জিনপিং রাশিয়ার কাজান শহরে বৈঠক করেছিলেন এবং সামগ্রিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কয়েকটি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে সম্মত হয়েছিলেন।

বুধবারের বৈঠকে উভয় পক্ষ কৌশলগত দিকনির্দেশনা বাস্তবায়নের জন্য এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ এবং সম্পর্ক স্থিতিশীল ও পুনর্গঠনের জন্য ২৭ জানুয়ারি চিনের উপ-বিদেশমন্ত্রী সান ওয়েইডংয়ের মধ্যে বৈঠকে সম্মত হওয়া সুনির্দিষ্ট পদক্ষেপগুলি পর্যালোচনা করেছে।

বিবৃতিতে বলা হয়, 'তারা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ব্যবস্থা, গণমাধ্যম ও থিংক-ট্যাঙ্কগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনসহ জনগণের মধ্যে বিনিময় আরও সহজতর ও প্রচারের প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, '২০২৫ সালে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার পদ্ধতি নিয়ে উভয় পক্ষ আরও কিছুটা এগিয়েছে।

সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করা চিনের পক্ষের একটি মূল দাবি ছিল, যা ভিসা বিধিনিষেধ সহজ করার এবং বৃহত্তর বাণিজ্য সম্পর্ক পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।

উভয় পক্ষ এই বছরের জন্য পরিকল্পিত বিনিময় এবং কার্যক্রম পর্যালোচনা করেছে এবং ‘একে অপরের আগ্রহ ও উদ্বেগের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি’ মোকাবিলা করতে এবং সম্পর্ককে আরও স্থিতিশীল এবং অনুমানযোগ্য পথে নিয়ে যাওয়ার জন্য ‘ধাপে ধাপে সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করার’ বিষয়ে আলোচনা করেছে।

চিনের বিদেশ মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের মহাপরিচালক লিউ জিনসংয়ের সঙ্গে পরামর্শমূলক বৈঠকে অংশ নেন বিদেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) গৌরাঙ্গলাল দাস। গত ডিসেম্বরে বেজিংয়ে সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়নের উপায় অনুসন্ধান করে ডব্লিউএমসিসি-র মঙ্গলবারের বৈঠকে ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, গত অক্টোবরে মোদী ও শি'র বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে 'ইতিবাচক' অগ্রগতির দিকেও ইঙ্গিত করেছে দুই পক্ষ। এরপর থেকে বিদেশমন্ত্রীরা দু'বার বৈঠক করেছেন এবং বিশেষ প্রতিনিধিরাও বৈঠক করেছেন। বিবৃতিতে বলা হয়, উচ্চ পর্যায়ের এসব বৈঠক 'সম্পর্ক স্থিতিশীল ও আরও উন্নয়নে কৌশলগত দিকনির্দেশনা' দিয়েছে।

জানুয়ারিতে বিদেশ সচিব এবং চিনের উপ-বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠকে উভয় পক্ষ কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২০ সাল থেকে অনুষ্ঠিত হয়নি এবং সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়ে ‘নীতিগতভাবে একমত’ হয়েছে। তারা মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কেরপারস্পরিক মেলবন্ধন সহ জনগণের মধ্যে বিনিময় প্রচারের জন্য পদক্ষেপ গ্রহণেও সম্মত হয়েছিল।

২০২০ সালের এপ্রিল-মে মাসে এলএসির লাদাখ সেক্টরে দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ এবং সেই বছরের জুনে গালওয়ান উপত্যকায় একটি নৃশংস সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা এবং কমপক্ষে চার জন চিনের সেনা নিহত হওয়ার পরে ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধের পর ভারত-চিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

ডব্লিউএমসিসি ব্যবস্থার অধীনে এবং সিনিয়র সামরিক কমান্ডারদের মধ্যে কয়েক ডজন দফা আলোচনার পরে, উভয় পক্ষ প্যাংগং হ্রদের উভয় তীরে এবং গোগরা এবং হট স্প্রিংস থেকে ফ্রন্টলাইন বাহিনী প্রত্যাহার করে। গত বছরের ২১ অক্টোবর ডেমচক ও দেপসাংয়ের অবশিষ্ট দুটি 'সংঘাতের পয়েন্ট' থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

সাম্প্রতিককালে, চিন মোদীর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে যে দুই প্রতিবেশীর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক, তবে এটি বিবাদে পরিণত হওয়া উচিত নয় কারণ বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা প্রয়োজন। চিনের বিদেশ মন্ত্রণালয় বলেছে, এ ধরনের মন্তব্য 'ইতিবাচক' এবং সম্পর্ক পুনর্গঠনে নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেজিং।

পরবর্তী খবর

Latest News

‘এই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন…’, সতর্ক করে কী লিখলেন যিশু সেনগুপ্ত? নাচ–গানের আয়োজন বিধানসভায়, অদিতি–লাভলি–সায়ন্তিকা–বাবুলের রভিন পারফর্ম্যান্স সানরাইজার্স-মুম্বই ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় কতটা পরিবর্তন? মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে ভারতকে 'জ্ঞান' দিতে এসে সপাটে 'চড়' খেল বাংলাদেশ! ভারতীয় দল থেকে ছাঁটাই হতে পারেন অভিষেক নায়ার! খবর শুনেই ইনস্টায় পোস্ট বরুণের দরগাহ ভাঙার নোটিশে দ্রুত শুনানি হল না কেন? হাইকোর্টকে কড়া প্রশ্ন শীর্ষ আদালতের হায়দরাবাদ ম্যাচের পর পার্পল ক্যাপের তালিকায় ঢুকলেন কোন MI তারকা? পরশুরাম কেন দেশকে ক্ষত্রিয়মুক্ত করতে নেমেছিলেন? জেনে নিন নেপথ্যের কাহিনি কবে মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর'? ঘোষণা হল সময়, বক্স অফিসে লড়াই কার সঙ্গে? ‘‌জীবনে শুধু একটা কাজই বাকি ছিল’‌, বিয়ে করা নিয়ে ফুরফুরে মেজাজে জবাব দিলীপের

Latest nation and world News in Bangla

মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে ভারতকে 'জ্ঞান' দিতে এসে সপাটে 'চড়' খেল বাংলাদেশ! দরগাহ ভাঙার নোটিশে দ্রুত শুনানি হল না কেন? হাইকোর্টকে কড়া প্রশ্ন শীর্ষ আদালতের সেক্স পোজিশন নিয়ে ঠাট্টা করে হিন্দুদের অপমান, HC-তে চলল মন্ত্রীর বক্তব্য, তারপর… বেলজিয়ামে ধৃত মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো যাবে? কী বলছে MEA? ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউরকে নিয়ে পাকিস্তানকে 'রিমাইন্ডার' দিল ভারত জাপানি মহিলাকে বীর্য মাস্কের! সন্তানদের ফৌজ গড়তে তৎপরতা এপারের সংখ্যালঘুদের নিয়ে ঢাকার 'উদ্বেগের' আবহে ওয়াকফ নিয়ে কী বলল ভারত? ঋণ নিয়ে বিলাসিতা পূরণ! ব্লু স্মার্ট কেলেঙ্কারি জাগ্গি ভাইদের ২৪৫% শুল্ক চাপিয়ে চিনের সঙ্গে 'ভালো চুক্তির' বার্তা ট্রাম্পের,উঠল ভারত প্রসঙ্গও… সংশোধিত WAQF আইনের জন্যে মোদীকে ধন্যবাদ জানালেন ‘সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুরা’

IPL 2025 News in Bangla

ভারতীয় দল থেকে ছাঁটাই হতে পারেন অভিষেক নায়ার! খবর শুনেই ইনস্টায় পোস্ট বরুণের CSK-র অনুশীলনে দ্বিতীয়বার অটোগ্রাফ চাইতেই বিরক্ত মাহি! ভক্তকে দিলেন বকা, Video ফের সংঘাত রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের! খেসারত দিচ্ছে রাজস্থান রয়্যালস? 'পুরানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেলেন প্রীতি গ্লেন ফিলিপসের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে নিল GT! আগে কখনও IPL-এ খেলেননি! রোহিত শর্মার টানা ব্যর্থতায় অসন্তুষ্ট বীরেন্দ্র সেহওয়াগ! বললেন, ‘যাওয়ার বয়স এখন’ ওয়াংখেড়েতে 'টেস্ট খেললেন' ট্র্যাভিস হেডরা, একাধিক ক্যাচ ছেড়েও ম্যাচ জিতল MI ২বার ক্যাচ আউট হয়েও বাঁচলেন হেড! SRHকে হতাশ করে ২৮ বলে করলেন মাত্র ২৯! IPL-এ SRH-র বিরুদ্ধে গোড়ালিতে চোট! উঠে দাঁড়িয়েই অভিষেককে আউট করলেন হার্দিক প্রথম বলেই আগুনে ফর্মে থাকা অভিষেকের ক্যাচ মিস, আশঙ্কার কালো মেঘে ঢাকে MI-র আকাশ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.