
দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিগ-২১ বাইসন, মৃত্যু গ্রুপ ক্যাপ্টেনের
১ মিনিটে পড়ুন . Updated: 17 Mar 2021, 02:31 PM IST- প্রশিক্ষণের জন্য উড়ানের সময় সেই দুর্ঘটনা ঘটেছে।
প্রশিক্ষণের জন্য ওড়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। মৃত্যু হয়েছে পাইলট তথা গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তের। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
বুধবার ভারতীয় বায়ুসেনার তরফে টুইটারে জানানো হয়, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালে মধ্য ভারতের একটি বায়ুঘাঁটি থেকে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ছিল। উড়ানের সময় সেটি দুর্ঘটনার মুখে পড়ে। তবে মধ্য ভারতের কোন বায়ুঘাঁটিতে সেই দুর্ঘটনা ঘটেছে, তা বায়ুসেনার তরফে জানানো হয়নি।
সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট তথা গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্ত। বায়ুসেনার তরফে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। টুইটারে বলা হয়েছে, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তকে হারিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং তাঁর পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িযে আছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’