বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian Air Force: মিশরের গ্রেট পিরামিডের উপরে গর্জন করেছে ভারতীয় রাফাল! ভারত মিশরের যৌথ মহড়ার ভিডিয়ো ভাইরাল

Indian Air Force: মিশরের গ্রেট পিরামিডের উপরে গর্জন করেছে ভারতীয় রাফাল! ভারত মিশরের যৌথ মহড়ার ভিডিয়ো ভাইরাল

ভারত মিশরের যৌথ মহড়ার ভিডিয়ো ভাইরাল (@@IAF_MCC/X)

Indian Air Force: এদিন চতুর্থ যৌথ বিমান মহড়া দিয়েছে ভারত ও মিশর। তারই ভিডিয়ো এখন কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া।

মিশরের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে ভারত। এদিন মিশরের গ্রেট পিরামিডের উপর দিয়ে উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার রাফাল। মিশরীয় বায়ু সেনাকেও একই লাইনে উড়তে দেখা গিয়েছে।উভয় দেশের বিমান বাহিনী একসঙ্গে হাত মিলিয়েই এই যৌথ মহড়া দিয়েছে। এই প্রথম নয়, এর আগেও একই সঙ্গে আকাশ কাঁপিয়েছিল ভারত- মিশর। আর এটি ছিল ভারত ও মিশরের মধ্যে চতুর্থ যৌথ বিমান বাহিনীর মহড়া। ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত, পাঁচদিন ব্যাপী এই মহড়া দিয়েছে দুই দেশ।

এডিম, মিশরে মহড়া চলাকালীন, ভারতীয় বিমান বাহিনীর কন্টিনজেন্টের সঙ্গে দেখা করতে বেরিঘাট বিমান ঘাঁটিতে পৌঁছেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত অজিত গুপ্তে। ভারত ও মিশরের প্রতিরক্ষা সহযোগিতা শক্তিকে আরও বাড়িয়ে তুলতেই মূলত, আইএএফ এবং ইএএফ এর মধ্যে চতুর্থ যৌথ মহড়া চলেছে।

উল্লেখ্য, দুই দেশের রাফাল বিমান ছাড়াও হোপেক্স নামের এই যৌথ মহড়ায় সি-১৭ এবং আই-৭৮ও সমান দৃষ্টি আকর্ষণ করেছে। সফল হয়েছে দুই দেশের যৌথ মহড়া। এই সফল মহড়াকে মিশর ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের গাঁট আরও শক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারত ও মিশরের পুরনো বন্ধুত্ব

ভারত এবং মিশরের সহযোগিতা, নতুন কোনও বিষয় নয়। আগে থেকেই দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলিতে দুই দেশের মধ্যে দৃঢ় যোগাযোগ এবং সহযোগিতা রয়েছে। দুই দেশের ঘনিষ্ঠ রাজনৈতিক বোঝাপড়া আজও প্রশংসনীয়। উভয় দেশই বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে একে অপরকে সহযোগিতা করেছে। জো টনিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্যও ছিল ভারত ও মিশর। এমনকি ২০২২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বার্ষিকীও উদযাপন করেছিল ভারত ও মিশর। উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৮ অগস্ট থেকেই, কূটনৈতিক সম্পর্কের হাত ধরে একসঙ্গে পথ চলছে ভারত ও মিশর।

আরও পড়ুন: (Om Birla's IAS daughter row: 'মডেল বলে IAS হবে না?' একবারেই UPSC পাশ করায় স্পিকারের মেয়েকে নিশানা, পালটা BJPর)

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল আল-সিসি। আগামী বছরগুলিতে কায়রো-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে আরও উন্নতির ইচ্ছাও প্রকাশ করেছেন এদিন। আল সিসির পোস্ট দেখে, পুনরায় নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে ভারত ও মিশরের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন গতি আসতে চলেছে। তিনি মিশরকে আশ্বাস দিয়ে আরও বলেছিলেন যে, আগামী বছরগুলিতে দুই দেশের আরও উন্নতি অর্জনের জন্য মিশরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে নরেন্দ্র মোদী।

পরবর্তী খবর

Latest News

গলছে বরফ? SCO সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শংকর চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের ঢাকিদেরও বায়না দেওয়া হয়েছিল, বাড়িতে হওয়া দুর্গাপুজোর কথা বললেন নির্যাতিতার মা বিশ্বকাপ শুরুর আগেই কেন স্মৃতি, অমলদের চোখে জল? সন্দীপ ঘোষের সেদিনের কল লিস্ট এল CBI-এর হাতে, তদন্তের মোড় এবার ঘুরবে কোন দিকে? বাংলার উপকূলে দাঁড়িয়ে নিম্নচাপ, সাগরে তৈরি আরও এক ঘূর্ণাবর্ত, হবে ভারী বৃষ্টি বিদ্যা বালান তখন মেকআপে ব্যস্ত, দীর্ঘ অপেক্ষায় বিরক্ত কার্তিক? মিলল নিরাপত্তার আশ্বাস! দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হতে পারে শাকিবের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.