আত্মনির্ভর ভারত। দেশীয় প্রযুক্তিতে মিসাইল তৈরির বিষয়টিতে গতি আনতে ভারতীয় বায়ুসেনা এবার পাবলিক সেক্টর ফার্ম ভারত ডায়নামিক্স লিমিটেডকে ২০০ অ্যাস্ট্রা মার্ক ১ এয়ার টু এয়ার মিসাইল তৈরির ছাড়পত্র দিল।
এই অ্যাস্ট্রা মার্ক মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে। তাদের সঙ্গে সহযোগিতা করেছিল বিডিএল। তারা মূলত প্রোডাকশন এজেন্সি হিসাবে কাজ করেছিল।
ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত সম্প্রতি হায়দরাবাদ সফরে গিয়েছিলেন। তিনি বিডিএলকে এই উৎপাদন করার ব্যাপারে সবুজ সংকেত দেন।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন, ইন্ডিয়ান এয়ার ফোর্সের ডেপুটি চিফ সম্প্রতি ডিআরডিওর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিতে পরিদর্শন করেছিলেন। এরাই অ্যাস্ট্রা মিসাইল তৈরি করে।
এটা প্রায় ২৯০০ কোটি টাকারও বেশি প্রজেক্ট। এটা ২০২২-২৩ আর্থিক বছরে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল মঞ্জুর করেছিল। বর্তমানে সমস্ত রকম পরীক্ষার পরে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি হল এই প্রকল্পের নোডাল ল্যাব। এই অ্যাস্ট্রা মিসাইলের সঙ্গে রাশিয়ান এসইউ-৩০ ও এলসিএ তেজস এয়ারক্রাফটকে সংযুক্ত করা হবে। ভারতীয় বায়ুসেনা মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলের উপর বিশেষ জোর দিতে চাইছে।