বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian-American Nikki Haley: মার্কিন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে শামিল হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত, মিলল ইঙ্গিত

Indian-American Nikki Haley: মার্কিন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে শামিল হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত, মিলল ইঙ্গিত

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিলি হ্যালি (Getty Images via AFP)

গত বৃহস্পতিবারে মার্কিন সংবাদ চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাৎকার দেওয়ার সময় সাউথ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর তথা রাষ্ট্রসংঘে নিযুক্ত প্রাক্তন মার্কিন দূত জানান, রিপাবলিকান প্রাইমারিতে অংশ নেওয়ার বিষয়ে এখনও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এখনও এই নিয়ে কিছু কাজ বাকি আছে তাঁর। তবে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, তিনি সম্ভবত নির্বাচনী দৌড়ে শামিল হবেন।

২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনের অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন সম্ভাব্য পদপ্রার্থীরা। রিপাবলিকানদের তরফে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন নির্বাচনী দৌড়ে শামিল হওয়ার কথা ঘোষণা করেছেন। এবার নির্বাচনী দৌড়ে শামিল হওয়ার ইঙ্গিত দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিলি হ্যালি। রিপাবলিকান দলের সদস্য নিকি হ্যালি প্রাইমারিতে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে সম্প্রতি দাবি করেন, তিনি বিশ্বাস করেন যে দেশের 'নতুন নেতা' হওয়ার জন্য তিনি প্রস্তুত। নিকি দাবি করেন, জো বাইডেন দ্বিতীয়বার রাষ্ট্রপতি হতে পারবেন না। এই আবহে দেশকে নতুন পথে নিয়ে যাওয়ার জন্য নিজেকে যোগ্য বলে মনে করেন নিকি। (আরও পড়ুন: অভাবনীয়! কুকুরকে 'কুকুর' ডাকায় বৃদ্ধ আত্মীয়কে খুন করল পোষ্যর মালিক)

গত বৃহস্পতিবারে মার্কিন সংবাদ চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাৎকার দেওয়ার সময় সাউথ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর তথা রাষ্ট্রসংঘে নিযুক্ত প্রাক্তন মার্কিন দূত জানান, রিপাবলিকান প্রাইমারিতে অংশ নেওয়ার বিষয়ে এখনও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এখনও এই নিয়ে কিছু কাজ বাকি আছে তাঁর। তবে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, তিনি সম্ভবত নির্বাচনী দৌড়ে শামিল হবেন। তিনি বলেন, 'রাষ্ট্রপতি হওয়ার নির্বাচনী দৌড়ে শামিল হওয়ার আগে কিছু বিষয় দেখে নিতে হয়। আগে দেখতে হয় যে এখন নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে কি না। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করতে হবে যে, আমি সেই নতুন নেতা হওয়ার যোগ্য কি না। আমি মনে করি আমি সেই নতুন নেতা হতে পারি। আমাদের নতুন পথে নিয়ে যেতে হবে দেশকে।'

উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছিলেন নিকি। তবে তিনি গভর্নর হিসেবে নিজের কাজকে তুলে ধরতে চান মানুষের সামনে। তিনি বলেন, 'গভর্নর হিসেবে আমি খুব দুর্বল এক রাজ্যের প্রশাসনের মাথায় বসেছিলাম। আমি যখন রাজ্যে গভর্নর হিসেবে নির্বাচিত হই, তখন সেই রাজ্যে বেকরত্বের হার ডবল ডিজিটে ছিল। তাই যদি নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই নেতা হওয়ার যোগ্য? তাহলে আমার জবাব হবে, হ্যাঁ। তবে এখনও কিছু বিষয় ঠিক করা বাকি আছে। আমি কখনও কোনও নির্বাচন হারিনি। আমি এবারও হারব না।' নিকি বলেন, 'রিপাবলিকানরা গত ৮টি নির্বাচনের মধ্যে ৭টিতেই। কিছু তো ঠিক চলছে না। আমাদের নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে।' প্রসঙ্গত, আগামী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনু্ষ্ঠিত হবে ২০২৪ সালের ৫ নভেম্বর। তার আগে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা নিজেদের প্রার্থী ঠিক করতে প্রাইমারি অনুষ্ঠিত করবে। দলীয় প্রাইমারিতে জিতলে পরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হওয়া যাবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন